মিস নেদারল্যান্ডস হলেন ট্রান্সজেন্ডার মডেল রিকি!

শোবিজ ডেস্ক

জুলাই ১২, ২০২৩, ১২:১৮ এএম

মিস নেদারল্যান্ডস হলেন ট্রান্সজেন্ডার মডেল রিকি!

মিস নেদারল্যান্ডস ২০২৩’র খেতাব জিতলেন ট্রান্সজেন্ডার (রূপান্তরকামী) মডেল রিকি ভ্যালেরি কোলে। প্রথম কোনো রূপান্তরকামী মডেল হিসেবে তিনি এই খেতাব জয় করলেন।

প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন নাথালি মোগবেলজাদা। তিনি আমস্টারডামের বাসিন্দা। অন্যদিকে হাবিবা মোস্তফা জয় করেছেন মিস কনজেননিয়ালিটি খেতাব এবং মিস সোশ্যাল মিডিয়া পুরস্কার পেয়েছেন লৌ দির্চা।

রূপান্তরকামী মডেল রিকি’র বয়স মাত্র ২২ বছর। তিনি পেশায় একজন অভিনেত্রী। আসন্ন ৭২তম মিস ইউনিভার্সের জন্য নেদারল্যান্ডসের হয়ে লড়াই করবেন তিনি। মিস ইউনিভার্স ২০২৩ ডিসেম্বরে এল সালভাদরে অনুষ্ঠিত হবে, যদিও এর সঠিক তারিখ এখনও নিশ্চিত করা হয়নি। ২৪টি দেশের প্রতিযোগীরা এ শিরোপার জন্য লড়াই করবেন।

নতুন মিস নেদারল্যান্ডস রিকি অনুষ্ঠানের দিন একটি মেরুন গাউন পরেছিলেন। তিনি তার পূর্বসূরী ওনা মুডির কাছ থেকে তার মুকুট গ্রহণ করেন। এ সময় আবেগে কাবু হয়েছিলেন রিকি।

তিনি খেতাব জয়ের মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এবং ক্যাপশনে লেখেন, ‘আমি পেরেছি।’ খেতাব জয়ের পর রিকি জানিয়েছেন, তাকে যথেষ্ট প্রতিকূলতা পেরিয়ে এই জায়গায় আসতে হয়েছে। কিন্তু তিনি তার পরিবারের সাহায্য পেয়েছেন।

Link copied!