রহস্যজনক সব ঘটনা নিয়ে শুরু হচ্ছে 'অন্যকেউ'

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২৩, ১১:৫১ পিএম

রহস্যজনক সব ঘটনা নিয়ে শুরু হচ্ছে 'অন্যকেউ'

অনেক সময় দেখা যায় যখন কোনো সমস্যা সহজে সমাধান করা যায় না, তখন তৃতীয় কেউ তা সহজেই সমাধান করে দেন। অধিকাংশ ক্ষেত্রে প্রাপ্তির আনন্দে মানুষ এতটাই মশগুল থাকে যে, সেই তৃতীয় ব্যক্তিটির প্রতি গভীর দৃষ্টিপাত, ধারণা, ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় না। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘অন্য কেউ’।

আহসান হাবীব এর গল্প অবলম্বনে, তরুণ নাট্য নির্মাতা নীলরতন তালুকদারের একক নাটক ''অন্য কেউ''। এতে ফুটে উঠবে চারিদিকে বিভিন্ন ঘটনার নেপথ্য কারিগরদের প্রতিচিত্র। প্রযোজনায় রয়েছেন কার্ত্তিক চন্দ্র ভক্ত। আর.আর মাল্টিমিডিয়ার ব্যানারে প্রযোজিত নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ, নাবিলা ইসলাম, গোলাম কিবরিয়া তানভীর, মাসুম বাশার, শাহেদ আলী ও রিমু রেজা খন্দকার।

নাটকে সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র মামার চরিত্র!  নিজের পকেটে খরচের টাকা নেই বেকার অথচ ড্রাইভার নিয়োগ দিয়ে বাসায় এনে তোলেন। ড্রাইভারের নাম হানিফ। সে বাসায় আসার পর থেকেই ঘটতে থাকে সব অতিপ্রাকৃত ঘটনা।কেউ যেন পর্দার আড়াল থেকে একের পর এক ঘটনা গুলো ঘটাচ্ছে। সে কে? সে কি অন্য কেউ? এক সময় দেখা গেলো হানিফই পুরো পরিবারটিকে নতুন জীবনযাপনে একটা নতুন অধ্যায়ের সূচনা করে দেয়। কে এই হানিফ তার মতে সে একজন ঘটনার ঘটনপটিয়সী এবং এর বেশী কিছু সে কখনও বলে না। আর কারও খুব গভীর আগ্রহ নিয়ে খোঁজারও ইচ্ছে তার মধ্যে দেখা যায় না। মানুষ এমনই, প্রাপ্তিতে মশগুল, পাওয়ার আকাঙ্ক্ষায় বিকারগ্রস্ত। এসব নিয়ে থাকবে চমৎকার  দৃশ্যকাব্য।

 ৬ জানুয়ারি রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে  নাটক 'অন্য কেউ'।

Link copied!