রাশিয়াকে বর্জন পশ্চিমা বিনোদন দুনিয়ার

বিনোদন ডেস্ক

মার্চ ৭, ২০২২, ১১:৩৩ পিএম

রাশিয়াকে বর্জন পশ্চিমা বিনোদন দুনিয়ার

‘টার্নিং রেড’ ১০ মার্চ রাশিয়াতে মুক্তি পাওয়ার কথা, কিন্তু তার আগেই সেখানে এই অ্যানিমেটেড ছবির মুক্তি স্থগিত করল ডিজনি। একই পথ ধরেছে সনি পিকচার এন্টারটেইনমেন্ট। ‘স্পাইডার-ম্যান স্পিন–অফ মরবিয়াস’সহ রাশিয়ায় মুক্তির অপেক্ষায় থাকা তাদের সব ছবিরই মুক্তি স্থগিত করেছে তারা। আরেক প্রযোজনা সংস্থা প্যারামাউন্ট পিকচারও রাশিয়ায় তাদের মুভি ‘দ্য লস্ট সিটি' ও `সনিক দ্য হেজহগ ২’–এর মুক্তি পিছিয়ে দিয়েছে। ইউক্রেনে হামলার প্রতিবাদে এভাবে একের পর এক রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধ করে দিচ্ছে পশ্চিমা বিনোদন দুনিয়া।

‘বিনা উসকানিতে ইউক্রেনে রাশিয়ার হামলা ও এর ফলে সৃষ্ট মানবতার সংকটে রাশিয়ায় চলচ্চিত্র মুক্তি দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি,’ বলেছেন ডিজনির এক মুখপাত্র। তিনি আরও বলেন, ‘পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতের ব্যবসায়িক সিদ্ধান্ত নেব আমরা। ইতিমধ্যে শরণার্থীদের জরুরি সহায়তা ও অন্যান্য মানবিক সহায়তা প্রদানের জন্য আমাদের এনজিওগুলোর সঙ্গে কাজ করছি।’

ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সও রাশিয়ায় তাদের চলমান ও ভবিষ্যৎ সব পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছে। নেটফ্লিক্সের আওতায় রুশ ভাষার চারটি অরিজিনাল সিরিজ পরিকল্পিত ‌ও নির্মাণাধীন ছিল। তার মধ্যে একটি গোয়েন্দা ‘ড্রামা জ্যাটো’। রাশিয়াজুড়ে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মের যথেষ্ট চাহিদা রয়েছে। রাশিয়ায় নেটফ্লিক্সের প্রায় ১০ লাখ সাবস্ক্রাইবার রয়েছেন।

পৃথিবীর অন্যতম প্রাচীন ও প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কানেও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রভাব পড়েছে। এরই পরিপ্রেক্ষিতে কান চলচ্চিত্র উৎসব গত মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, ইউক্রেন সমস্যার সমাধান না হলে কান ফিল্ম ফেস্টিভ্যাল–২০২২ থেকে রাশিয়ান প্রতিনিধিদের আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হবে। ওদিকে রাশিয়ার চলচ্চিত্রশিল্পকে আন্তর্জাতিকভাবে বর্জন করার আহ্বান জানিয়েছে ইউক্রেনিয়ান ফিল্ম একাডেমি।

Link copied!