রুপের জালে তদন্ত ঘুরিয়ে দেন ক্যাথরিন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১০, ২০২২, ০৬:০৩ পিএম

রুপের জালে তদন্ত ঘুরিয়ে দেন ক্যাথরিন

বিত্তশালী রকস্টার খুন হয়েছেন। সন্দেহের তালিকায় ১ নম্বরে এই রকস্টারের প্রেমিকা ক্যাথরিন। যথারীতি গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ক্যাথরিনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। কিন্তু ক্যাথরিনের রূপ ও ব্যক্তিত্বের কাছে আটকে যায় তদন্ত। ক্যাথরিনের সাজসজ্জার স্টাইল, বাচনভঙ্গিতে নিমেষেই কর্মকর্তারা তার প্রেমে হাবুডুবু খান।

খুনের কোনো সুরাহা না হওয়ায় তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়। তাতে কী? সবাইকে রূপের জাদু দিয়ে আটকে ফেলেন এই লেডি সিরিয়াল কিলার। তাদের সঙ্গে প্রেম জমিয়ে গল্পের সাসপেন্স বাড়িয়ে তোলেন। ১৯৯২ সালের ‘বেসিক ইনস্টিংক্ট’ সিনেমায় দারুণ সাড়া ফেলেছিলেন ক্যাথরিন চরিত্রের অভিনেত্রী শ্যারন স্টোন। এটাই ছিল তাঁর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। আজ বৃহস্পতিবার এই অভিনেত্রীর জন্মদিন।

পল ভারহোভেন পরিচালিত ‘বেসিক ইনস্টিংক্ট’ সিনেমাটি সে বছর দুটি শাখায় অস্কারে মনোনয়ন পায়। প্রথম সারির নির্মাতা, অভিনেতাদের সঙ্গে সমানতালে কাজ করেছেন ক্যাথরিন। পর্দায় তাঁকে ঘিরে দর্শকদের আলাদা আকর্ষণ থাকত। কারণ, বেশির ভাগ সিনেমায় তাঁর উপস্থিতি থাকত খোলামেলা; নগ্ন হয়ে পোজ দিতেও দেখা গেছে। এসব কারণে তাঁকে বলা হয় নব্বইয়ের দশকের সেক্স সিম্বল। শ্যারন এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার ব্যক্তিগত পোশাকের স্টাইল আর জনসমক্ষে যাওয়ার পোশাকের স্টাইল একদমই আলাদা। দুই জায়গায় আমি এমন ড্রেস পরি যেন আমাকে সুখী মনে হয়।’

Link copied!