ফেব্রুয়ারি ২৫, ২০২২, ০২:২৩ পিএম
মার্কিন অভিনেতা-পরিচালক শন পেন কিয়েভে রুশ হামলার ওপর তথ্যচিত্র তৈরি করতে ইউক্রেনে গিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্টে কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা যায় তাকে।
বৃহস্পতিবার ইউক্রেনের রাষ্ট্রপতির অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে বলা হয়েছে, "পরিচালক কিয়েভে বিশেষভাবে ইউক্রেনে সংঘটিত সমস্ত ঘটনা রেকর্ড করতে এবং আমাদের দেশে রাশিয়ার আক্রমণ সম্পর্কে বিশ্বকে সত্য জানাতে একটি তথ্যচিত্র নির্মাতা করতে এসেছিলেন।"
পোস্টে আরও বলা হয়, শন পেন ইউক্রেনকে সমর্থনকারীদের মধ্যে একজন। আমাদের দেশ এমন সাহস ও সততার প্রদর্শনের জন্য তার কাছে কৃতজ্ঞ ”। পেন সেই ধরনের সাহস প্রদর্শন করে যা পশ্চিমা রাজনীতিবিদ সহ অন্য অনেকের মধ্যে নেই।