সর্বোচ্চ উদ্বোধনী আয়ে গডজিলা ভার্সেস কং

বিনোদন প্রতিবেদক

মার্চ ৩০, ২০২১, ০৫:১৭ পিএম

সর্বোচ্চ উদ্বোধনী  আয়ে গডজিলা ভার্সেস কং

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতিতে সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে গডজিলা ভার্সেস কং সিনেমাটি। কোন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ না করে হলে মুক্তি দেয়া হয়েছে সিনেমাটি। তাই পরিস্থিতির বিষয়টি মাথায় থাকা সত্ত্বেও দর্শকেরা হলে গিয়েছে সিনেমাটি দেখতে। এখন পর্যন্ত সিনেমার আয় হয়েছে ১২২ মার্কিন ডলার। যা করোনা পরিস্থিতির সাথে বিবেচনা করতে গেলে অনেক বেশি। 

সিনেমার ট্রেইলার প্রকাশের পর থেকেই দর্শকেরা আগ্রহী ছিলেন সিনেমাটি দেখার জন্য। তাই এই মহামরির সময়ে সর্বোচ্চ আয় করতে পেরেছে সিনেমাটি। মুক্তির কম সময়ের মধ্যে অধিক আয় করা সিনেমার তালিকায় গডজিলা ভার্সেস কং জায়গা করে নিয়েছে। জানা গেছে এখন পর্যন্ত সিনেমা হলের কোন আসন খালি যায়নি। প্রতিদিনের প্রত্যেকটি শো হাউজফুল থাকছে। সিনেমাটি শুধু হলিউডের বক্স অফিসেই সাড়া ফেলেনি। হলিউডের পাশাপাশি সাড়া ফেলেছে চায়না এবং ইন্ডিয়া বক্স অফিসেও। ধারণা করা যাচ্ছে, সিনেমাটি কিছু দিনের মধ্যেই আয়ের সকল রেকর্ড ভেঙ্গে এগিয়ে যাবে। 

সিনেমাটি বক্স অফিসে সাড়া ফেলার বিষয়ে ওয়ার্নার ব্রাদার্সের ভাইস প্রেসিডেন্ট ডেনজিল ডায়াস তার আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, 'সিনেমাটি যেভাবে সাড়া ফেলেছে তাতে আমরা সবাই আনন্দিত। তবে এতে আমরা প্রমাণ পেয়ে গেছি যে, গডজিলা ভার্সেস কং এর মতো সিনেমা দর্শকেরা সবচেয়ে বেশি উপভোগ করেন। তারা বড়পর্দায় এই ধরনের সিনেমা দেখতে চান।'

এদিকে পিভিআর পিকচার্সের সিইও কমল গিয়ানচন্দানি জানিয়েছেন, 'গডজিলা ভার্সেস কং যেভাবে জনপ্রিয়তা পাচ্ছে তাতে আমাদের বিশ্বাস জোরদার হয়েছে যে সব বয়সের, সব ধরনের দর্শকেরা এই ধরনের সিনেমা পছন্দ করেন। আশা করি বক্স অফিসে আরও অনেকদিন ধরে সাফল্য পাবে সিনেমাটি।' অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রকাশ করা হয়েছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সে দেখানো হচ্ছে গডজিলা ভার্সেস কং। 

চলচ্চিত্র শিল্পে প্রযুক্তির উন্নতির বিষয়টি এই সিনেমায় ফুটে উঠেছে। গডজিলা ভার্সেস কং-এ অভিনয় করেছেন আলেকজান্ডার স্কার্সগার্ড, মিলি ববি ব্রাউন, রেবেকা হল, ব্রায়ান তিরি হেনরি, শান ওগুরি, এইজা গঞ্জালেজ, জুলিয়ান ডেনিসন, কাইলা চ্যান্ডলার ও ডেমিয়ান বিখির।

Link copied!