এপ্রিল ২৯, ২০২৩, ০২:৫০ পিএম
এই ঈদে মুক্তি পেয়েছে বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত ফ্যামিলি-ড্রামা অ্যাকশন ফিল্ম “কিসি কা ভাই কিসি কি জান” ‘এবং টলিউডের কর্মাশিয়াল সিনেমার ‘একমাত্র নায়ক’ জিৎ অভিনীত সিনেমা চেঙ্গিজ।
বলিউডে ঈদের মৌসুমে সালমান খানের সিনেমা থাকেই। বেশ কয়েক বছর ধরেই চলে আসছে এই প্রথা। ভারতীয় চলচ্চিত্র বিষয়ক ম্যাগাজিন স্টারডাস্টের এক প্রতিবেদনে বলা হয়, সালমান খান ২০০৯ সালে ঈদ উপলক্ষ্যে প্রথমবারের মতো সিনেমা হলে ছবি মুক্তি দেওয়া শুরু করেন ‘ওয়ান্টেড ‘ দিয়ে। ভাইজানের সর্বশেষ ফ্লিম 'কিসি কা ভাই কিসি কি জান' এই ঈদে পর্দায় এসেছে। বিশ্বব্যাপী ৫ হাজার ৭০০ টিরও বেশি থিয়েটারে চলছে এই সিনেমাটি।
অন্যদিকে, প্রথমবারের মতো বাংলা ও হিন্দিতে একসঙ্গে কলকাতা ও টলিউডের ছবি মুক্তি পায় নাম ‘চেঙ্গিজ’। অভিনয় করেছেন সুপারস্টার জিৎ। এই সিনেমাটি ভারতের ৭৭৪টি থিয়েটারে মুক্তি পেয়েছে।
এটা বলার অপেক্ষা রাখে না যে জিৎ এর 'চেঙ্গিজ' সিনেমা সামগ্রিক জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে চলচ্চিত্রের বাজেটের চেয়ে কম। তাই আগে থেকেই অনুমান করা যাচ্ছিল, সালমানের সামনে দাঁড়াতেই ব্যর্থ হবেন এই বাঙালি তারকা। তবে কেউ কেউ আশা করেছিলেন যে ছবিটি বক্স অফিসে সুপার ডুপার হিট হবে।
দুটি ছবিই ২১শে এপ্রিল মুক্তি পেয়েছে। মুক্তির সাত দিন হয়ে গেছে। চলুন জেনে নেওয়া যাক এই সময়ের মধ্যে কোন ছবি কত আয় করেছে।
বড় বাজেট এবং বড় তারকা থাকা সত্ত্বেও ‘কিসি কা ভাই কিসি কি জান’এর আয় সন্তোষজনক নয়। সাত দিন পর, ছবিটির আয় বিশ্বব্যাপী ১৪২ কোটি রুপি। বুধবার আয় হয়েছে ৫ কোটিরও কম! আয় ধীরে ধীরে কমতে থাকায় বিশ্লেষকরা বিশ্বাস করেন যে এটির দৌড় শীঘ্রই বন্ধ হয়ে যাবে। যেখানে শাহ রুখ খানের পাঠান প্রথম সপ্তাহে সর্বমোট ৬৩৪ কোটি রুপির ব্যবসা করেছিল।
অন্যদিকে, জিৎ এর ‘চেঙ্গিজ’ সিনেমা বাংলা এবং হিন্দি উভয় সংস্করণে মুক্তির প্রথম দিনে ২৫ লাখ রুপি আয় করেছে। সাত দিন পর ছবিটি ২ কোটি ৯০ লাখ রুপি আয় করে।
দক্ষিণী চলচ্চিত্র ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি সালমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটির প্রযোজক সালমান খান নিজেই। প্রখ্যাত চিত্রনাট্যকার সাজিদ নাদিয়াদওয়ালার চিত্রনাট্যে ২ ঘণ্টা ২৪ মিনিট দৈর্ঘের ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি।
ৎরোম্যান্স, অ্যাকশন, দুষ্টের দমন আর দেশপ্রেমে ভরপুর এই ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিনী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। সাথে আছেন তারকা ভেঙ্কটেশ, ভূমিকা চাওলা, জগপতিবাবু, রাঘব জুয়েল, সিদ্ধার্থ নিগম, জসসি গিল, শেহনাজ গিল ও পলক তিওয়ারি। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১৫০ কোটি রুপি।
অন্যদিকে, ভারতীয় বাংলা অ্যাকশন ক্রাইম থ্রিলার চলচ্চিত্র চেঙ্গিজ। ইন্টারনেটে পাওয়া তথ্য অনুসারে, ‘চেঙ্গিজ’ নির্মিত হয়েছে ১৫ কোটি রুপি বাজেটে। এটি পরিচালনা করেছেন রাজেশ গাঙ্গুলি। নাম ভূমিকায় থাকা জিতের বিপরীতে অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি। জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানি প্রযোজিতএই ছবিতে অভিনয় করেছেন রোহিত রায়, শতাফ ফিগার প্রমুখ।