সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন জনপ্রিয় অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এখন কথা বলতে পারছেন বাংলা চলচ্চিত্রের ‘মিয়া ভাই’ খ্যাত এই অভিনেতা। বুধবার (২৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফারহানা পাঠান দ্য রিপোর্টকে বলেন, ‘স্থানীয় সময় মঙ্গলবার (২৭ এপ্রিল) মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ফারুককে নিবিড় পরিচর্যা ইউনিট(আইসিইউ) থেকে বেডে নেওেয়া হয়েছে। তিনি এখন কথা বলতে পারছেনও পরিবারের সদস্যদের খোঁজ খবর নিচ্ছেন।’চিত্রনায়ক ফারুক তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমত। চিকিৎসকদেরও আন্তরিকতার কোনো শেষ নেই। তাঁদের কাছে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা আমাদের নেই। তাঁরা ফারুককে সারিয়ে তোলার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুরু থেকেই তাঁরা শুধু বলে আসছেন ধৈর্য ধরতে। এত দিন পর ধৈর্যের ফল পেলাম।’
ফারহানা পাঠান জানান, ধীরে ধীরে ফারুকের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চিকিৎসকেরাও বলেছেন, ধীরে ধীরে সুস্থ হবেন ফারুক। মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে একদম অচেতন ছিলেন আকবর হোসেন পাঠান ফারুক। এর মধ্যে আবার ৮ এপ্রিল সন্ধ্যায় গুজব রটে, ফারুক মারা গেছেন। তবে যেদিনই মৃত্যুর গুজব রটে, সেদিন ফারুকের স্ত্রী ও সন্তান প্রথম আলোকে জানান, ফারুক সুস্থতার দিকে। তবে ধীরগতিতে উন্নতি হচ্ছে।
গত আট বছর ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এই অভিনয়শিল্পী ও রাজনীতিবিদ। ফারুকের স্ত্রী ফারহানা পাঠান বলেন, ‘মার্চের শেষের দিকে যে অবস্থা তৈরি হয়েছিল, তাতে ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। আল্লাহর রহমতে এখন সেই আশঙ্কা অনেকটা কেটে গেছে। প্রতিদিনই তাঁর ধীরে ধীরে নড়াচড়া বাড়ছে। গতকাল থেকে অল্প অল্প কথাও বলছে। রক্তচাপ ও মস্তিষ্কে যে সমস্যা ছিল, তা চিকিৎসকেরা নিয়ন্ত্রণে এনেছেন।’
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য চলতি বছরের মার্চ মাসের প্রথম দিকে সিঙ্গাপুরে যান অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। পরীক্ষায় তাঁর রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর থেকেই শারীরিকভাবে অসুস্থতা অনুভব করছিলেন তিনি। সিঙ্গাপুরে নিজের পরিচিত চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে ভর্তির কয়েক দিন পর তাঁর মস্তিষ্কেও সংক্রমণ ধরা পড়ে।
প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রেখেছেন অভিনেতা ফারুক। অভিনয় থেকে অবসর নেওয়ার পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তিনি।