হলিউড অভিনেতা সিডনি পটিয়ের আর নেই

বিনোদন ডেস্ক

জানুয়ারি ৮, ২০২২, ০৩:৫০ পিএম

হলিউড অভিনেতা সিডনি পটিয়ের আর নেই

হলিউডের এক সময়কার শক্তিমান অভিনেতা সিডনি পটিয়ের মারা গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  তিনি ছিলেন একাধারে অভিনেতা, চলচ্চিত্র পরিচালক ও কূটনীতিক।

১৯২৭ সালের ২০ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামিতে জন্মগ্রহণ করেন অস্কারজয়ী বিশ্বখ্যাত এই অভিনেতা। ১৯৬৪ সালে ‘লিলিস অব দ্য ফিল্ড’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেন। প্রথম বাহামীয় ও কৃষ্ণাঙ্গ অভিনেতাদের মধ্যে তিনিই প্রথম শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ওই পুরস্কার পান।

১৯৬৭ সালে অভিনেতা ‘টু স্যার’, ‘উইথ লাভ’, ‘ইন দ্য হিট অব দ্য লাইট’ এবং ‘গেজ হুজ কামিং টু ডিনার’ নামে ব্যবসাসফল তিনটি চলচ্চিত্র মুক্তি পেলে সাফল্যের শীর্ষে অবস্থান করেন এই ভার্সেটাইল অভিনেতা।  

১৯৭৪ সালে এই অভিনেতাকে নাইট উপাধিতে ভূষিত করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ২০০৯ সালের ১২ আগস্ট তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম প্রদান করেন। ২০১৬ সালে চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য তাঁকে বাফটা ফেলোশিপ প্রদান করা হয়।

অভিনয়ের পাশপাশি সফল কূটনীতিক হিসেবে পরিচিতি পেয়েছেন সিডনি পটিয়ের।১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা ১০ বছর এ অভিনেতা জাপানে বাহমার কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে তিনি আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের করা ২৫ জন সেরা ধ্রুপদী হলিউড অভিনেতার তালিকায় ২২তম স্থান অধিকার করেন। ২০০২ সালে একজন শিল্পী ও মানুষ হিসেবে অনন্য অবদানের জন্য তাকে একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়।

সিডনি পটিয়ের পরিচালক হিসেবেও বেশ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো ‘আ পিস অব দ্য অ্যাকশন’, ‘আপটাউন স্যাটারডে নাইট’, ‘লেটস ডু ইট অ্যাগেইন’ ও ‘ঘোস্ট ড্যাড’।

Link copied!