১ সপ্তাহে ছাড়পত্র পেয়েছে ৩ ছবি

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৮, ২০২১, ০৪:৫০ পিএম

১ সপ্তাহে ছাড়পত্র পেয়েছে ৩ ছবি

গত ১২ দিনে ১১ টি সিনেমা চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়েছে । এর ভিতর ৩ ছবি সেন্সর পেয়েছে । বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে প্রদর্শনের জন্য ছাড়পত্র পেয়েছে অঞ্জন আইচ রচিত ও পরিচালিত ‘আগামীকাল’। অঞ্জন আইচের ‘আগামীকাল’ ছবিতে অভিনয় করেছেন ইমন, জাকিয়া বারী মম, শতাব্দী ওয়াদুদ, সূচনা আজাদ, আশীষ খন্দকার, সাবেরী আলম, তারিক স্বপন, টুটুল চৌধুরী প্রমুখ।এদিকে ভারতের একটি ছবি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে প্রদর্শনের জন্য ছাড়পত্র পেয়েছে । ছবিটির নাম ‘বাজি’ ।

বাকি ছবিগুলো সেন্সরের জন্য প্রক্রিয়াধীন রয়েছে

এটি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে। এতে চিত্রনায়ক জিৎ এর বিপরীতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।আর একটি ছবি সেন্সর পেয়েছে । আর বাকি ছবিগুলো সেন্সরের জন্য প্রক্রিয়াধীন রয়েছে ।এসকল তথ্য দ্য রিপোর্টকে নিচ্চিত করেন ।বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মো: মমিনুল হক । তিনি জানান , আমাদের অফিস করোনার কারনে বন্ধ ছিলো । আমরা অফিস চালু করেছি ১ তারিখ থেকে । আমরা ৩ টি ছবিকে সেন্সর বোর্ড থেকে প্রদর্শনের জন্য ছাড়পত্র দিয়েছি বাকিগুলোকেও দেয়া হবে কিছুদিনের মধ্যে ।

 

Link copied!