২৭ মে মুক্তি পাচ্ছে টম ক্রুজের বহুল প্রতিক্ষিত মুভি টপ গান: মেভেরিক

বিনোদন ডেস্ক

মে ২০, ২০২২, ০৫:২৬ পিএম

২৭ মে মুক্তি পাচ্ছে টম ক্রুজের বহুল প্রতিক্ষিত মুভি টপ গান: মেভেরিক

প্রায় ৩০ বছর পর কানের লাল গালিচায় হাজির হলেন হলিউড অভিনেতা টম ক্রুজ। এবারের ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে টমের টপ গান:মেভেরিক সিক্যুয়েলের প্রিমিয়ার প্রদর্শিত হয়েছে। প্রিমিয়ার উপলক্ষে আকাশে বিশেষ যুদ্ধ বিমান প্রদক্ষিণ করে। জোসেফ কোসিংস্কি পরিচালিত টমের টপ গান: মেভেরিক সিক্যুয়েল মুক্তি পাবে ২৭ মে। মুভিতে একজন মার্কিন নৌকর্মকর্তার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে টমকে। প্রিমিয়ার দেখতে ফ্রান্সের কান উৎসবস্থলে যোগ দেন প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন।

 প্রিন্স উইলিয়াম, কেট মিডলটন (মাঝে) ও টম

এর আগে টপ গানের প্রথম মুভিটি মুক্তি পায় ১৯৮৬ সালে। ওই মুভিই বিশ্বব্যাপী টমের তারকাখ্যাতি আকাশচুম্বি করে। এরপর মিশন ইম্পসিবলের ইথান চরিত্রসহ অন্যান্য মুভিতে নানা দুঃসাহসিক চরিত্র তাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়।  

কানের এ উৎসবে টম হাজির হন ছবিতে টমের সহশিল্পী হিসেবে অভিনয় করা জেনিফার কনেলি এবং মাইলস টেলারকে নিয়ে। অনুষ্ঠানে কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার হিসেবে খ্যাত পালমি ডি অর-এ সম্মানিত করা হয় টম ক্রুজকে।

জেনিফার কনেলির সঙ্গে টম 

এরপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্বে টমকে বেশ কয়েকটি প্রশ্ন করা হয়। যার একটি ছিলো, ইউটিউব, আইটিউনস, নেটফিলিক্সের মত মুভি দেখার যে ইন্টারনেটভিত্তিক মাধ্যমগুলো রয়েছে, সিনেমার ভবিষ্যত গন্তব্য কি সেদিকেই কিনা? উত্তরে টমের সরাসরি উত্তর, `সেটা কখনই সম্ভব নয়।" টম একটি অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘‘১৯৮১ সালে আমার অভিনয় জীবনের একেবারে শুরুর দিকে একটি নাটকে প্রখ্যাত আমেরিকান অভিনেতা জর্জ সি. স্কটের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। সেটি আমার জীবনের জন্য একটি কার্যকরী অভিজ্ঞতা ছিলো। তখনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, যদি সারাজীবন চলচ্চিত্র মাধ্যমে কাজ করে যাওয়ার সুযোগ পাই, তবে এ শিল্পকে কখনও মূল্যহীন হতে দেবো না।”  

Link copied!