৩০ বছর পর কান উৎসবে টম ক্রুজ

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২, ২০২২, ০৪:৪২ পিএম

৩০ বছর পর কান উৎসবে টম ক্রুজ

 

৩০ বছর পর কান চলচ্চিত্র উৎসবস্থলে যাচ্ছেন ৫৯ বছর বয়সী হলিউড সুপারস্টার টম ক্রুজ। বিবিসি জানিয়েছে, বছর কানের উৎসবে আজীবন সম্মাননা দেওয়া হবে মিশন ইমপসিবল সিরিজের তারকা টম ক্রুজকে। কানের জমকালো অনুষ্ঠানে টম ক্রুজ এর অন্যতম বিখ্যাত সিনেমা  ‘টপ গান-ম্যাভেরিকএর প্রদর্শনী হবে। আয়োজকরা বলছেন, গত ৩০ বছরের তার অভিনয় জীবনের উপর একটি বিশেষ প্রামাণ্য চিত্রও তুলে ধরা হবে।

মে মাসের ১৭ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত ফ্রান্সে বসছে কানের ৭৫তম আসর। ১৯৯২ সালে ফ্রান্সের রিভিয়েরাতে  কান উৎসবে সর্বশেষ দেখা গিয়েছিলো টম ক্রুজকে। অভিনয় নৈপুন্য দিয়ে জীবনে টি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতলেও এখনো চলচ্চিত্রের সেরা পুরস্কার হিসেবে খ্যাত অস্কার জেতা হয়নি টম ক্রুজের। অস্কারের জন্য তাই টমভক্তদের হয়ত আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। ১৯৮৩ সালে কমিডি মুভি রিস্কি বিজসেন- লিড রোলে অভিয়নের মধ্য দিয়ে হলিউডে পা রাখেন টম।

 

এরপর ১৯৮৬ তে টম গানে অভিনয় করে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেন হলিউড স্টার। এখন পর্যন্ত সিরিজের ৬টি মুভি মুক্তি পাওয়া মিশন ইমপসিবলের `ইথেন' চরিত্র দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন টম। বর্তমানে মিশন ইমপসিবল সেভেন নিয়ে কাজ করছেন তিনি।

এখন পর্যন্ত টমের সিনেমাগুলো উত্তর আমেরিকাতে বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করেছে। এছাড়া বৈশ্বিক আয় বিলিয়র ডলারের বেশি। তাই বক্স অফিসে আয়ের দিক দিয়ে টম শীর্ষ অর্থ আয়কারী অভিনেতাদেরও একজন।

Link copied!