৪৩ তম বিসিএসে ‘রেহানা মরিয়ম নূর’

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২৯, ২০২১, ০৯:১৯ পিএম

৪৩ তম বিসিএসে ‘রেহানা মরিয়ম নূর’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ ইউনিট’ এর ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশের আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে প্রশ্ন আসে। বিষয়টি সিনেমা সংশ্লিষ্টদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলে। এবার একই সিনেমা নিয়ে প্রশ্ন রাখা হয়েছে ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাতেও! ছিলো ‘রেহানা মরিয়ম নূর- এর পরিচালক কে?’

১২ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি

১২ নভেম্বর দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটি মুক্তি সামনে রেখে চলছে প্রচার প্রচারণার কাজ। ছবির কেন্দ্রীয় চরিত্র আজমেরী হক বাঁধনও বলিউডের সিনেমা ‘খুফিয়া’তে শুট শেষে ফিরেছেন ঢাকায়। এদিকে আসন্ন ৯৪তম অস্কারে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘রেহানা মরিয়ম নূর’। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত।

বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আনসার্টেন রিগার্ড’ বিভাগে অংশ নেয় ‘রেহানা মরিয়ম নূর’। এর পর প্রদর্শীত হয়েছে মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। বুসান সহ ছবিটি দেখানো হয়েছে মেলবোর্ন চলচ্চিত্র উৎসব ও ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অব লন্ডন ফিল্ম ফেস্টিভালে।

বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে ছবির গল্প। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

Link copied!