মে ২, ২০২৩, ০১:১৭ পিএম
একাধিক সম্পর্ক নিয়ে সবসময় আলোচনা ও সমালোচনায় ছিলেন দেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’খ্যাত ইউটিউবার সালমান মুক্তাদির। প্লে-বয় ইমেজটাই সবার কাছে পরিচিত ছিল। সেই ইমেজ ছেড়ে এবার এক নারীর সাথে বাঁধনে নিজেকে বাঁধলেন ‘সালমান দ্য ব্রাউনফিস’। অন্তত তাঁর ফেসবুক পোস্ট এই কথাই বলে।
মঙ্গলবার (২ মে) দুপুরে ফেসবুকে এক পোস্টে স্ত্রীর সাথে ধারণকৃত কয়েকটি ছবি শেয়ার করে সালমান মোহাম্মদ মুক্তাদির লিখেছেন, “সালমান মুক্তাদিরের সমাপ্তি; ৩০-০৪-২০২৩। বাকিটা জীবনের জন্য আমার প্রিয় স্ত্রী।”
যদিও ছবি ও পোস্টটি দেখে সালমান আদৌ বিয়ে করেছেন না কি এটাও ‘প্রাঙ্ক’ সেটাও অনেকেই ভাবছিলেন দেখা যায় পোস্টের কমেন্টেই।
সাদার শুভ্রতায় সাজানো সালমান ও তাঁর স্ত্রীর ছবিগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টের মন্তব্যের ঘরে অভিনন্দন ও বিয়ের ঘটনা আসলেই সত্যি কি না এই প্রশ্নে ভাসিয়ে দিয়েছেন নেটিজেনরা। দুজনের সুন্দর ভবিষ্যতের কামনাও করছেন সালমানের অনুরাগীরা।
কিছুদিন আগেই এক প্রশ্নের জবাবে সালমান মুক্তাদির বলেছিলেন, আয়মান সাদিক বিয়ে করলেই তিনি দেখে শুনে বুঝে তারপর বিয়ে করবেন। কিন্তু সে কথা রাখলেন না। আয়মানের আগেই বিয়ে করলেন। অথচ সেই আয়মান সাদিক ব্যাচেলর থেকেই সালমানকে শুভেচ্ছা জানালেন।
সালমানের পোস্টের কমেন্টে আয়মান সাদিক লিখেছেন, ‘আমি কখনও ভাবিনি এই দিনটি দেখব। তোমাদের আনন্দিত দেখে খুব ভালো লাগছে। দুজনের সুখী-শান্তিপূর্ণ এক যাত্রার জন্য শুভকামনা রইলো।
উপস্থাপক রাফসান সাবাব লিখেছেন, ‘তোমার মনের কষ্ট থেকে শুরু করে একজন সুন্দর সঙ্গীর দ্বারা তোমার হৃদয় জয় হওয়া দেখা- এর চেয়ে বেশি খুশির কিছু হতে পারে না। এটা নতুন এক গল্পের সূচনা হোক। ভালোবাসা, শান্তি আর আনন্দে থাকো। শুভেচ্ছা দুজনকে।’
রাফসান দ্য ছোট ভাই লিখেছেন, অভিনন্দন রাজা। ২০১২ সালে ইউটিউবে ভিডিওতে দেখা থেকে শুরু করে বিয়ে করতে দেখার চেয়ে বেশি খুশির কিছু হতে পারে না।
বিয়ের ঘোষণার এই পোস্টের মাধ্যমে সঙ্গীর নাম-পরিচয় কিছু প্রকাশ করেননি সালমান। তবে তাঁর পোস্টের পর নেটিজেনরা ঠিকই খুঁজে বের করে ফেলেন কে এই রমণী! তাঁর নাম দিশা ইসলাম।
২০১১ সালে দিশার প্রথম বিয়ে হয়। সেই পরিবারে দুজন সন্তান হয় তাঁর। ২০২১ সালের মার্চে দিশার দ্বিতীয় সন্তানের গর্ভধারণ নিয়ে দেওয়ার ফেসবুক পোস্টে আপলোড করা ছবিতেও প্রাক্তন স্বামীর উপস্থিতি দেখা যায়।
সে সময় পরিবারসহ দিশা কানাডার ওন্টারিওতে বসবাস করতেন। পরবর্তীতে ২০২২ সালে এপ্রিলের এক পোস্টে সালমান মুক্তাদিরকে বন্ধু হিসেবে পরিচয় দেন দিশা। এ বছরের এপ্রিলে সালমানের সাথে বাঁধলেন গাঁটছড়া।
উল্লেখ্য, সালমান মুক্তাদিরের ইউটিউব চ্যানেলের নাম ‘সালমান দ্য ব্রাউনফিশ’। ২০১২ সাল থেকে তিনি কনটেন্ট বানিয়ে আসছেন। ১৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তার চ্যানেলটিতে। ইউটিউব জগতে দেশের সফলতম কনটেন্ট ক্রিয়েটর তিনি। বলা হয়, তাঁর নির্মিত কনটেন্ট দেখেই বাংলাদেশে ইউটিউব-ফেসবুক কনটেন্ট ক্রিয়েশনের দিকে এগিয়েছে তরুণেরা। এজন্য অনেকে তাঁকে এই প্ল্যাটফর্মের ‘কিং’ বলে অভিহিত করেন। সালমান বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন।