‘বিউটি বোর্ডিং’-য়ে ফিরলেন তারা

বিনোদন প্রতিবেদক

মার্চ ২৬, ২০২১, ০৯:২৭ পিএম

‘বিউটি বোর্ডিং’-য়ে ফিরলেন তারা

বিউটি বোর্ডিং এক সময় ছিল গুণী মানুষদের আড্ডার স্থান। চলচ্চিত্রকার জহির রায়হান, কবি শামসুর রাহমান, কথাসাহিত্যিক আলাউদ্দীন আল আজাদ, কবি নির্মলেন্দু গুণ, বিজন দাসদের আড্ডার আসর ছিল সেখানেই। কিন্তু এখন সবকিছু কেবল স্মৃতি। কিন্তু সেই সময়ের দিনগুলোকে আবার তুলে আনা হচ্ছে ছোট পর্দায়। যেখানে জহির রায়হান ও শামসুর রহমানসহ আরও কয়েকজনকে দেখা যাবে বিউটি বোর্ডিংয়ের আড্ডায়।

মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বিউটি বোর্ডিংয়ে চলেছিল পাকিস্তানি সৈন্যদের বর্বর হামলা এবং হত্যাকান্ড। সেই সময়ের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে খন্ডনাটক বিউটি বোর্ডিং, সাথে থাকবে কিছু গুরুত্বপুর্ণ চরিত্র। নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। তিনি মুক্তিযুদ্ধের সত্য ঘটনা অবলম্বনে নাটকটি নির্মাণ করতে চেয়েছেন। সেই সূত্র ধরে তিনি বিউটি বোর্ডিংয়ের বর্তমান মালিক সমর চন্দ্র সাহার সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকেই নাটকের গল্পটি তৈরি করেছেন নির্মাতা।

১৯৭১ সালের ২৪ মার্চ থেকে ২৮ মার্চের ঘটনাগুলো তুলে ধরা হয়েছে নাটকে। ৩৫ জনের মতো অভিনয়শিল্পী কাজ করেছেন। দেখানো হয়েছে জহির রায়হান, শামসুর রাহমান, প্রহ্লাদ চন্দ্র সাহাসহ বেশ কয়েকজনকে। তিনি বলেছেন, ‘বিউটি বোর্ডিংয়ে নিয়মিত অনেক মানুষ আসেন। তারা অনেকেই জানেন না মুক্তিযুদ্ধের সময় এখান থেকে ১৭ জনকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। নতুন প্রজন্মের কাছে সেগুলো তুলে ধরছি।’ নাটকটি আজ ২৬ মার্চ এনটিভিতে প্রচারিত হবে।

Link copied!