উয়েফা নেশন্স লিগে রাতে ইতালিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। রেকর্ড ৩৭ ম্যচ অপরাজেয় থাকার পর হারলো সম্প্রতি ইউরো জয়ী ইতালি। ইউরোর সেমিফাইনালে এই স্পেনকে হারিয়ে ফাইনালে ওঠে তারা। আর ইংল্যান্ডকে হারিয়ে শিরোপাও জিতে নেয়।
অবশ্য ম্যাচের ৪২ মিনিটে ইতালি দশজনের দল হয়ে যায়। কারণ ডিফেন্ডার বোনুচ্চি লাল কার্ড নিয়ে মাঠ ছাড়েন। স্পেনের জয়ের নায়ক ফেরেন তোরেস। প্রথমার্ধেই দুটি গোল করেন তিনি।
ম্যাচের ৮৩ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে ফেডরিকে কিয়েজার পাস থেকে গোল করেন লরেঞ্জো পেলেগ্রিনি। আজ নেশন্স লিগের আরেকটি সেমিফাইনালে যেখানে ফ্রান্স ও বেলজিয়াম মুখোমুখি হবে।
নেশন্স লিগের এটি দ্বিতীয় আসর। এর আগে প্রথম আসরটি জেতে পর্তুগাল।