অলিম্পিক গেমস : আর্চারির শেষ ষোলোতে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২১, ০২:১৮ পিএম

অলিম্পিক গেমস : আর্চারির শেষ ষোলোতে বাংলাদেশ

অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনী বিকালে। কিন্তু সকালেই বাংলাদেশ শুভ সূচনা করেছে আর্চারিতে। রোমান সানা ও দিয়া সুখবর নিয়ে এসেছে। যদিও গতকাল থেকে ফুটবল শুরু হয়েছে। 

নারী আরচ্যার দিয়া সিদ্দিকী নিজের ক্যারিয়ারের সেরা স্কোর ৬৩৫ করে র‍্যাঙ্কিং রাউন্ডে ৩৬ তম হয়েছেন। এরপর রোমান সানা নিজের নামের প্রতি সুবিচার করেছেন। ৬৬২ স্কোর গড়ে ১৭ তম হয়েছেন।

রোমান তার ব্যক্তিগত সেরা স্কোরকে অতিক্রম করতে না পারলেও মৌসুমের সেরা স্কোর গড়েছেন। অলিম্পিকে সারা বিশ্বের শীর্ষ আরচ্যাররা খেলেন। সেই র্যাংকিং রাউন্ডে ১৭ তম হওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় অর্জন। রোমান অবশ্য প্রথমার্ধে শীর্ষ ৮ এ ছিলেন। 

রোমান ও দিয়ার দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশ মিশ্র বিভাগে ১৬ তম পজিশন পেয়েছে। ১৬ তম অবস্থান পাওয়ায় বাংলাদেশ মিশ্র বিভাগে শেষ ষোলর লড়াইয়ে অবতীর্ণ হবে। 

বাংলাদেশ ১২৯৭ স্কোর গড়ে মিশ্র বিভাগে জায়গা করে নেয়। কানাডা ১২৯৫ স্কোর গড়ে বাদ পড়ে যায়। দিয়ার দুর্দান্ত স্কোরের পর রোমানও ভালো সূচনা করেন। বাংলাদেশ মিশ্র বিভাগে ১৫ নম্বর অবস্থানে ছিল অনেকক্ষণ। পরবর্তীতে ১৬ তে নামে। ইউক্রেন ও কানাডা বাংলাদেশের পিছু তাড়া করলেও কখনো বাংলাদেশকে অতিক্রম করতে পারেনি। 

Link copied!