মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। এই প্রথম সাকিব আল হাসানরা অজিদের হারাল এই ফরম্যাটে। ৫ ম্যাচের সিরিজ এখন ১-০ তে লিড নিল স্বাগতিকরা। বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি এই মিরপুরে রয়েছে।
১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশের স্পিনে বিপাকে পরেছে দলটি।
বাঘের ডেরায় ক্যাংগারু বধ। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে জিততে পারেনি বাংলাদেশ। সেই আক্ষেপ ঘরের মাটিতেই মেটালো লাল সবুজের দল।
মঙ্গলবার (৩ আগস্ট) ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অজিদের ২৩ রানে হারিয়েছে বাংলাদেশ। ১৩২ রানের টার্গেটে খেলতে নেমে অস্ট্রেলিয়া ১০৮ রানের বেশি করতে পারেনি।
টস হেরে বাংলাদেশ ১৩১ রান করে। সর্বোচ্চ ৩৬ রান আসে সাকিবের ব্যাট থেকে। ৩০ রান করেন নাঈম। টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া।
নাসুমদের আঘাতে বিপর্যস্ত অস্ট্রেলিয়া প্রথম হারের স্বাদ পায় বাংলাদেশের সাথে। মিচেল মার্শ একাই লড়ে ৪৫ রান করেছিলেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেটন নেন নাসুম আহমেদ।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪ টি ম্যাচ খেলেছিল বাংলাদেশ; সবকটিতেই হেরেছিল লাল সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠেই এলো আরাধ্য সেই জয়।