অস্ট্রেলিয়ার বিপক্ষে এভাবে জিতবো স্বপ্নেও ভাবিনি : পাপন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৭, ২০২১, ১২:১০ এএম

অস্ট্রেলিয়ার বিপক্ষে  এভাবে জিতবো স্বপ্নেও ভাবিনি : পাপন

যেকোনো ফরম্যাটে এই প্রথম অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ। এই জয়ের পর কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তিনি বলেন,‘ আমি স্বপ্নেও ভাবিনি এভাবে সিরিজ জিতবো।’ ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এখন ৩-০ তে লিড নিয়েছে। 

বাংলাদেশ ১২৭ রানের পুঁজি নিয়ে ম্যাচ জিতেছে। বিসিবি প্রেসিডেন্ট বলেছেন,‘ অস্ট্রেলিয়াকে ৩-০ তে হারাতে পারাটা স্বপ্নের মত। একেবারেই ভাবতে পারিনি। আমার একটা সময় মনে হয়েছে রান কিছুটা কম হয়ে গেছে। মোস্তাফিজের ওভারগুলো গুরুত্বপূর্ণ ছিল। শেষ ওভারে ভয় ছিল। কিন্তু আমরা পেরেছি। মাহেদী নার্ভাস হয়নি। একটি ছক্কা ও নো বলের পরও আশা ছাড়েনি। আমি খেলোয়াড়দের সাথে ফোনে যোগাযোগ রেখেছি। এই বায়ো বাবলের ঝক্কি পোহাতে হয় ওদের। অস্ট্রেলিয়া পেশাদার দল। ওদের বিরুদ্ধে জিতবো আশা ছিল। কিন্তু এভাবে জিতবো ভাবিনি। বিশ্বাস ছিল খেলোয়াড়দের মধ্যে। আমাদেরও বিশ্বাস ছিল।

প্রথম ম্যাচে জয়ের পর আশা বেড়ে যায় জানান পাান। তিনি আরো বলেন,‘প্রথম ম্যাচ জয়ের পর থেকে আশাবাদী ছিল। দ্বিতীয় ম্যাচ জয়ের পর আত্মবিশ্বাস আরো বেড়ে যায়। অনেকে ভেবেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন ভাবনা বাড়াবাড়ি। আমাদের ১৩ রান কম হয়েছে। ১৪০ করতে হতো। কিন্তু টিম ইফোর্ট আমাদের জিতিয়েছে।’ 

Link copied!