জাভির স্পর্শে বদলে যেতে শুরু করেছে বার্সেলোনা। নানা সংকটের পর দীর্ঘদিন এমন ভয়ঙ্কর বার্সেলোনাকে দেখল সবাই। লা লিগায় আজ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাথে ম্যাচ ছিল। বার্সেলোনা ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে ডিয়েগো সিমিওনের দলকে।
বার্সেলোনা এখন স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলে ৪ নম্বরে রয়েছে। ২২ ম্যাচে তাদের ৩৮ পয়েন্ট। ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। যারা আজ রাতেই খেলবে।
ম্যাচের ৮ মিনিটে কারাসকোর গোল লিড নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। ১০ মিনিটে বার্সেলোনার জর্দি আলবা সেটা শোধ করে দেয়। এরপর বার্সেলোনা পেয়ে বসে অ্যাটলেটিকোকে। আরো তিন গোল দেন গাবি, রোনাল্ড আরাজু ও দানি আলভেজ। ৫৮ মিনিটে অ্যাটলেটিকোর হয়ে ১টি গোল করেন সাবেক বার্সা তারকা লুইস সুয়ারেজ।
বার্সেলোনার আজকের খেলা সবাই উপভোগ করেছেন। পুরনো ছন্দে ফিরেছে তারা।