ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নতুন চ্যাম্পিয়ন পেল। ১৫তম আসরের ফাইনাল ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সেখানে রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা জেতে গুজরাট টাইটান্স।
ফাইনালের আগে জাকজমকপূর্ণ উদ্বোধনী হয়েছে। অক্ষয় কুমার ও রনবীর সিং থেকে শুরু করে অনেক বড় তারকা হাজির ছিলেন। আর গান করেছেন এআর রহমান। এছাড়া বিশাল জার্সি উদ্বোধন করে আইপিএল গিনেস বুকেও নাম লিখিয়েছে।
প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে রাজস্থান। জস বাটলার ৩৫ বলে ৩৯ রান করে আউট হন। পান্ডিয়া ৩টি, রশিদ খান ১টি, ও কিশোর ২টি উইকেট নেন।
জবাবে ধীরস্থির খেলে শিরোপা জিতে নেয় গুজরাট। ১৮.১ ওভারে জয় নিশ্চিত করে তারা (১৩৩/৩)। ১১ বল হাতে রেখে জয়। প্রথম আসরেই চ্যাম্পিয়ন গুজরাট। ২০০৮ সালে শেন ওয়ার্নের হাত ধরে চ্যাম্পিয়ন হয় প্রথমবার রাজস্থান। সেবারই ছিল আইপিএলের প্রথম আসর।