আবার হ্যাটট্রিক করলেন করিম বেনজেমা। আর আবার রিয়াল মাদ্রিদ জয় নিয়ে মাঠ ছেড়েছে। চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন চেলসিকে ৩-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। লন্ডনের স্টামফোর্ডব্রিজে অবিশ্বাস্য জয়ে সেমিফাইনাল দেখতে পাচ্ছে ১৩ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ীরা।
বেনজেমা এর আগে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে কোয়ার্টার ফাইনালে তোলেন। আজ ছিল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ। ২ গোলের লিড নিয়ে দ্বিতীয় লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামবে তারা।
বেনজেমা ইতিহাসে দ্বিতীয় ফুটবলার যিনি চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে টানা ২ হ্যাটট্রিক করলেন। এর আগে ক্রিস্টিয়ানো রোনালদো এই কৃতিত্ব দেখান। আর চ্যাম্পিয়নস লিগে সব মিলিয়ে মাত্র চতুর্থ ফুটবলার যিনি টানা ২ ম্যাচে হ্যাটট্রিক করলেন।
বেনজেমা চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবে ৩৬ গোল করে ফেলেছেন। ব্যালন ডি‘অরের জন্য এখন তিনি আবেদন করতেই পারেন!
ম্যাচের ২১ মিনিটে হেড থেকে গোল করেন বেনজেমা। ২৪ মিনিটে আবারো তার গোল। ৪০ মিনিটে চেলসির কাই হাভার্টজ যিনি গত মৌসুমে ফাইনালে জয়সূচক গোল করেন চেলসির সেই তিনি ১টি গোল শোধ দেন। ৪৬ মিনিটে চেলসির গোলরক্ষকের ভুলে বল কেড়ে নিয়ে জালে পাঠিয়ে দিয়ে হ্যাটট্রিক পূরণ করেন বেনজেমা।
দেশ ও ক্লাবের হয়ে তিনি ৪৩ ম্যাচ খেলে ৪২ গোল করেছেন। ১৩টি অ্যাসিস্ট রয়েছে ৩৪ বয়সী এই ফুটবলারের।
অন্যদিকে বায়ার্ন মিউনিখ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে ভিয়ারিয়ালের কাছে হেরে গেছে। ৮ মিনিটে ভিয়ারিয়ালের আরনট ড্যানজুমা জয়সূচক গোলটি করেছিলেন।