অক্টোবর ৩, ২০২১, ১০:০৫ পিএম
ওমানে ঘূর্ণিঝড় শাহীন বয়ে যাচ্ছে। আজ সন্ধ্যায় সংশয় দেখা দেয় বাংলাদেশ ক্রিকেট দলের যাত্রা নিয়ে। কিন্তু ওমান থেকে জানানো হয়, বিমান অবতরণে কোনো সমস্যা হবে না। ফলে রাত সাড়ে দশটায় দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সেখানে বলেন,‘ আমি তো ইতোমধ্যে ব্যক্তিগতভাবে সব বলে দিয়েছি। আর কি বলব। আমরা সবাই আপনাদের কাছে দোয়া প্রার্থী। ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় জাতি হিসেবে আমাদের জন্য ভালো একটি সুযোগ এই বিশ্বকাপে যদি ইনশাআল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, ধারাবাহিক থাকতে পারি। আমরা সর্বশেষ কয়েকটা সিরিজে যেরকম ক্রিকেট খেলেছি ওই রকম আত্মবিশ্বাস নিয়ে আমরা যদি খেলতে পারি। তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য ভালো কিছু অর্জন করা সম্ভব।
১৭ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্ব শুরু হবে ওমানে। সেখানে ৩টি বাছাই ম্যাচ স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমানের সঙ্গে। এর পর দ্বিতীয় পর্ব সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। মাহমুদউল্লাহ আরো বলেন,‘ আমার মনে হয় যে প্রত্যাশা তো থাকবেই। সবমিলিয়ে দলের প্রত্যাশা, খেলোয়াড়দের, দেশবাসীর। কিন্তু এই প্রত্যাশাগুলো আমরা তখনই পূরণ করতে পারবো যখন আমরা নিজেদের সক্ষমতা অনুযায়ী নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারব। সেটার জন্য গ্রুপ পর্বের যে ম্যাচগুলো (বাছাই পর্ব) আছে, ধাপে ধাপে আমাদের আগাতে হবে। যদি আমরা ভালো ক্রিকেট খেলে বাছাই পর্বের ম্যাচগুলো জিতে মূল পর্বে যাই তাহলে আমরা চেষ্টা করব যত বেশি ম্যাচ জেতা যায়। যেহেতু পূর্ববর্তী বিশ্বকাপগুলো আমাদের খুব একটা সুখকর স্মৃতি নেই আমরা চেষ্টা করতে সেই দেয়াল (ভালো করতে না পারা) ভাঙতে পারি। আপনি বলতে পারবেন না এই ফরম্যাটে কখন কি আসবে । আলহামদুলিল্লাহ ভালো অনুভব করছি। এটি সম্মানের বিষয়। আমি সম্মানিতবোধ করছি। একই সঙ্গে এটা আমার জন্য অনেক বড় দায়িত্ব। সবাই মিলে চেষ্টা করব এবং সবাই যেন নিজেদের দায়িত্বটা ভাগ করে নিতে পারি এবং আমরা দেশের জন্য ভালো কিছু করতে পারি ‘