আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। দলে ফিরেছেন দানি আলভেস। তবে জায়গা হয়নি মার্সেলো আর রেনান লোডির। ব্রাজিল ফুটবল দল চিলি, আর্জেন্টিনা ও পেরুর সাথে খেলবে।
ম্যাচগুলো রয়েছে ৩,৬ ও ১০ সেপ্টেম্বর। আর্জেন্টিনা-ব্রাজিলের লড়ােই ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সম্প্রতি কোপা আমেরিকার ফাইনাল ছিল দুদলের। সেখানে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়।
মধ্যমাঠে কোনো পরিবর্তন না করে আসলেও আক্রমণভাগে এভারটনের সোয়ারেসের জায়গায় ডাক পেয়েছেন লিডস ইউনাইটেডের রাফিনিয়া। ২৫ সদস্যের অন্যরা হলেন- অ্যালিসন, এডারসন, দানিলো, থিয়াগো সিলভা, ক্যাসিমিরো, পাকেতা, গ্যাব্রিয়েল জেসুস, গ্যাব্রিয়েল বারবোসা, ফিরমিনো ও নেইমার জুনিয়র। আর্জেন্টিনা ছাড়াও চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচের জন্যও দলে থাকছেন এরাই।
বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচের সবই জয় পেয়েছে ব্রাজিল। ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে সেলেসাওরা। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। নতুন মৌসুমে আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ে তিনটি করে ম্যাচ খেলবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দলগুলো।