আর্জেন্টিনার ম্যাচে ব্রাজিলের অ্যালিসন জেসুস ও ফিরমিনো অনিশ্চিত

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২৫, ২০২১, ১১:১৯ এএম

আর্জেন্টিনার ম্যাচে ব্রাজিলের অ্যালিসন জেসুস ও ফিরমিনো অনিশ্চিত

সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই ম্যাচ রয়েছে। ইংল্যান্ডের কড়া কোভিড আইনের জন্য অ্যালিসন, জেসুস ও ফিরমিনো এখন অনিশ্চিত। ফিরমিনো ও অ্যালিসন লিভারপুলে খেলেন। আর জেসুস রয়েছেন ম্যানচেস্টার সিটিতে। ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ। সে ম্যাচে ব্রাজিল পূর্ণ শক্তির দল নাও পেতে পারে। 

ইতোমধ্যে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য দলও ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। তবে ম্যাচের আগে দুশ্চিন্তা বেড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলে। ঘোষিত দলের সব সদস্যকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিশ্বকাপ বাছাইয়ে এখনো বাকি তিনটি ম্যাচ। তবে কি তারকা ফুটবলারদের ছাড়াই মাঠে নামতে হবে তাদের? এ প্রশ্নের উত্তরই খুঁজে বেড়াচ্ছেন সেলেসাও কোচ তিতে। 

কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতার কারণে ম্যানচেস্টার সিটি তাদের দুই ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস ও এডারসনকে ছাড়তে চাইছে না। এছাড়া লিভারপুলে খেলা সেলেসাও গোলরক্ষক অ্যালিসন বেকারকে পাওয়া নিয়েও আছে অনিশ্চয়তা। ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফ সূত্রে এমনটাই জানা গেছে।

কোভিড পরিস্থিতির কারণে ইউরোপে লাল তালিকাভুক্ত হিসেবে আছে বেশকিছু দেশ। এর মধ্যে আছে ব্রাজিলও। দেশটি থেকে ফিরলে সরকারের নির্ধারিত হোটেলে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে ব্রাজিলিয়ান ফুটবলারদের। আর এ কারণে লেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জেসুস ও এডারসনকে পাবে না ম্যানসিটি। তাই কোয়ারেন্টাইনের বিষয়টি সমাধান না হলে এই দুই ফুটবলারকে সিটির ছাড়ার সম্ভাবনা কম।

Link copied!