ইতিহাস গড়ে আন্তর্জাতিক বডিবিল্ডিংয়ে পদক জিতলেন বাংলাদেশের মৌ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৫, ২০২১, ০৯:২০ পিএম

ইতিহাস গড়ে আন্তর্জাতিক বডিবিল্ডিংয়ে পদক জিতলেন বাংলাদেশের মৌ

প্রথমবার অংশ নিয়েই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাজিমাত করলেন বাংলাদেশের নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার মৌ। মুম্বাইয়ে চলমান আইএইচএফএফ অলিম্পিয়া অ্যামেচার বডিবিল্ডিংয়ে রবিবার (৫ ডিসেম্বর) তিনি তৃতীয় রানার্সআপ পদক জিতেছেন।

চ্যাম্পিয়ন হওয়া মাকসুদা মুম্বাইয়ে ওমেন ফিজিক ক্যাটাগরিতে হয়েছেন দুইজনের সঙ্গে যৌথ রানারআপ।

রানারআপ হওয়ার কৃতিত্বটা অনেক বড়। কারণ বিভিন্ন দেশের ৩০ জন নারীর সঙ্গে প্রতিযোগিতা করে তিনি পৌঁছেছিলেন সেরা চারে।

মুম্বাইয়ের বোম্বে এক্সিবিসন সেন্টার হলে প্রাথমিক বাছাইয়ের পর সেরা আটে উঠেছিলেন মাকুসদা। এরপর বিচারকদের রায়ে তিনি হয়েছে তৃতীয় রানারআপ।

Link copied!