ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের গোলশূন্য ড্র

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১, ২০২২, ০৯:৩৭ পিএম

ইন্দোনেশিয়ার সঙ্গে বাংলাদেশের গোলশূন্য ড্র

ইন্দোনেশিয়াকে চমকে দিল বাংলাদেশ। তাদের মাঠে গোলশূন্য ড্র মানে জয়ের সমান। আজ জালাক হারুপাত সোরেয়াং স্টেডিয়ামে বাংলাদেশ অসাধারণ খেলেছে। বিশেষ করে গোলরক্ষক জিকো প্রাচীর হয়ে দাঁড়িয়ে যান। 

ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৮ নম্বরে রয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়ার অবস্থান ১৫৯। নতুন স্প্যানিশ কোচ কাবরেরা চমকই দিলেন বলা চলে। 

ইন্দোনেশিয়ার বিপক্ষে এই ড্রটি এসেছে ৩৭ বছর পর। সর্বশেষ ১৯৮৫ সালে কায়েদে আজম ট্রফিতে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১–১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আজকের আগে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া মুখোমুখি হয়েছিল ৬ বার। ইন্দোনেশিয়ার চার জয়ের বিপরীতে বাংলাদেশের অর্জন এক জয় ও এক ড্র।

Link copied!