ইশান কিষানকে নিয়ে আলোচনার ঝড় থামছে না

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৩:০৭ পিএম

ইশান কিষানকে নিয়ে আলোচনার ঝড় থামছে না

আইপিএলের প্রথম দিন চোখ কপালে ওঠার জোগাড়। ১৫ কোটি ২৫ লাখে ইশান কিষানকে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। বাঁ-হাতি এই ব্যাটসম্যান হালের ক্রেজ বটে। আর দুর্দান্ত ব্যাটসম্যানও বটে। 

আইপিএলের ইতিহাসে মূল্যের হিসাবে ৪র্থ কিশান।  শীর্ষে রয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিস। ১৬.২৫ কোটি রুপি দিয়ে মরিসকে কিনেছিল রাজস্থান রয়্যালস। দ্বিতীয় স্থানে রয়েছেন যুবরাজ সিং। দিল্লি ডেয়ার ডেভিলস ১৬ কোটিতে কিনেছিল যুবরাজকে। তৃতীয় স্থানে রয়েছেন প্যাট কামিন্স। অজি পেসারকে পেতে ১৫.৫০ কোটি রুপি খরচ করেছিল কলকাতা নাইট রাইডার্স। এবারের মেগা নিলামে চতুর্থ স্থানে ওঠে এলেন ইশান কিষান।

ইশানকে এত দামে কেনার ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা। কেউ এটাকে ভালো চোখে দেখছে, আবার কেউ খারাপ চোখে। যেমন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কিষাণকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। এমনই একজন টুইটারে লিখেছেন, 'ইশান কিষান সেই এক্সবক্সটি ফেলে দিতে পারে এবং রাতে ফিফা খেলার জন্য একটি ফুটবল দল কিনতে পারে।'

এদিকে ইশান কিষানও মুম্বাইতে আবারও ফিরতে পেরে বেশ খুশি। তিনি নিজেও টুইটারে টুইট করেছেন এ নিয়ে। কিষান লিখেছেন, 'আমি বাড়ি ফিরছি মুম্বাই ইন্ডিয়ান্স।'

Link copied!