ডিসেম্বর ১৯, ২০২২, ০৮:১০ এএম
মেসির বয়স পেরিয়ে গেছে ৩৫ বছর। এই বয়সে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যেতে পারেন কম সংখ্যক খেলোয়াড়ই। তবে মেসি কেবল খেলছেন বললে কম বলা হবে। মাঠে নিয়মিত ছড়ি ঘোরাচ্ছেন। সদ্য সমাপ্ত বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে মেসির অবদানই সবচেয়ে বেশি। সাত গোলের পাশাপাশি করেন তিন অ্যাসিস্ট। দ্বিতীয়বারের মতো গোল্ডেন বল জিতে গড়েন অনন্য কীর্তি।
ফুটবলের জাদুকর লিওনেল মেসি ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছে ২২তম আসর খেলেই- এমন ইঙ্গিত দিয়েছিলেন এই তারকা। কিন্তু বিশ্বকাপের ফাইনাল শেষে সব খবর উড়িয়ে দিয়ে জানালেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি। তিনি জানান, আরো কয়েকবছর আর্জেন্টিনার জার্সি গায়ে খেলবেন।
রোববার (১৮ ডিসেম্বর) মেসির হাত ধরে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ ট্রফি উপহার দেন মেসি। কাতার বিশ্বকাপে ফাইনালে ১২০ মিনিটের খেলা ৩-৩ গোলে শেষ হলে টাইব্রেকারে আলবিসিলেস্তেরা ৪-২ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে দেয়।
শিরোপা জেতার পর নিজের অবসর ভাবনা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন মেসি। নিজের ফুটবল ক্যারিয়ারে সবকিছু পাওয়া হয়ে গেলেও এখনই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চান না বলেই স্বদেশি সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে জানান মেসি।
মেসি বলেন, আমি চেয়েছিলাম বিশ্বকাপ শেষেই অবসর নিতে। বিশ্বকাপ থেকে যা পেয়েছে, এর চেয়ে বেশি কিছু চাইতেও পারি না। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে আমার যে অর্জন তা যথেষ্ট।
তিনি বলেন, আমি ফুটবলকে ভালবাসি। আমি জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি। আমার ইচ্ছা, আমি চ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে খেলা চালিয়ে যাব।