মে ২৬, ২০২৩, ০৬:৪৫ পিএম
বছরের শুরুর দিকে অভিমানে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে ফুটবল থেকে অবসরে যান সাফজয়ী দুই সদস্য আনুচিং মোগিনী ও সাজেদা খাতুন। এবার একই পথে হাটলেন সাফজয়ী দলের আরেক সদস্য সিরাত জাহান স্বপ্না। শুক্রবার সকালে ফেসবুকে ঘোষণা দিয়ে ফুটবল ছেড়ে বাড়ি চলে যান ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বাংলাদেশ জাতীয় মেয়ে ফুটবল দলের আক্রমণভাগে অন্যতম নির্ভরতার প্রতীক ছিলেন সিরাত জাহান। গত বছর নেপালে প্রথমবারের মতো ইতিহাস গড়া সাফ চ্যাম্পিয়নশিপেও আলো ছড়িয়েছেন তিনি। বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার পথে রেখেছেন দারুণ অবদান। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ৬-০ গোলে জেতা ম্যাচে এক গোল এবং ভারতের বিপক্ষে জেতা ৩-০ গোলের ম্যাচে করেছিলেণ দুই গোল। সেমিফাইনালে ভুটানের বিপক্ষে ৮-০ গোলের বড় জয়ে তার অবদান ছিল এক গোল। সেই নির্ভরশীল ফরোয়ার্ড হঠাৎকরেই ফুটবলকে বিদায় বলে দিয়েছেন। ফেসবুক পোস্টে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর বার্তা পোস্ট করেন স্বপ্না। ফেসবুজ পেজে তিনি লিখেন, ‘আমি নিজ ইচ্ছায় পেশাদার ফুটবল থেকে বিদায় নিলাম। প্রায় আট বছর পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। ফুটবল ক্যারিয়ারে আসার পর আমি অনেক কিছু পেয়েছি। সব কিছুর জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মহান আল্লাহ তায়ালার প্রতি। খেলার সুবাদে অনেকের সঙ্গে আমার পচিয় হয়েছে। তাই জেনে বা না জেনে যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই আমার জন্য দোয়া করবেন.....। মিডিয়াকে তিনি বলেন, ‘আমি বৃহস্পতিবার ছুটি নিয়ে ফুটবল ক্যাম্প থেকে রংপুরের বাড়িতে এসেছি। আমি যার ফিরব না, সেটা আমার কোচরা বুঝতে পেরেছেন।’ তিনি যোগ করেন, ‘ইনজুরি বা কোনো চোটের কারণে নয়। আমি পুরোপুরি ফিট আছি। ক্যাম্পে হার্ড ট্রেনিং চলছিল, সেখানেও ভালো অনুশীলন করেছি। অবসরের কোনো কারণ বলতে পারব না।’
তবে সূত্রে জানা গেছে, অনেক প্রচার ও প্রচারনার পরও ১৫ মে থেকে মাঠে ফ্রাঞ্চাইজি ফুটবল লিগ গড়াতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কবে নাগাদ এই টুর্নামেন্ট শুরু হবে তা নিয়েও রয়েছে ধুম্রজাল। এক প্রকার হতাশা থেকেই নাকি ফুটবল থেকে অবসরের এমন ঘোষণা দিয়েছেন স্বপ্না।