লন্ডনের ওভালে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ১৫৭ রানে হারাল ভারত। ৫ টেস্টের সিরিজে ২-১ এ লিড নিল বিরাট কোহলির দল। ৩৬৮ রানের টার্গেট দিয়েছিল ভারত। জবাবে ইংল্যান্ড ২১০ রানে সবকটি উইকেট হারায়।
এই টেস্টে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় ভারত। প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয় তারা। জবাবে ইংল্যান্ড করেছিল ২৯০ রান। ভারত দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায়। ৪৬৬ রানের স্কোর করে তারা। ফলে টার্গেট হয় ৩৬৮ রান। টেস্টের শেষ দিন ভারতের বোলাররা অসাধারণ বোলিং করেছেন।
রোহিত শর্মা দ্বিতীয় ইনিংসে ১২১ রানের ইনিংস খেলেন। তিনি ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন। আর পরের পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচটি ম্যানচেস্টারে ১০ সেপ্টেম্বর শুরু হবে।