ওয়াইল্ড কার্ড পেয়ে দিয়া অলিম্পিকে

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২২, ২০২১, ০৪:৫৮ এএম

ওয়াইল্ড কার্ড পেয়ে দিয়া অলিম্পিকে

অলিম্পিকে কোটা প্লেস করতে না পারলেও ওয়াইর্ল্ড কার্ডের সুবিধা পেয়েছে বাংলাদেশ। রোমান সানার সঙ্গে অলিম্পিকে যাচ্ছেন দিয়া সিদ্দিকী। আরচারি ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছেন, অলিম্পিকের ওয়াইল্ড কার্ডের জন্য মনোনীত হয়েছেন দিয়া। অন্য দেশের তিন অ্যাথলেটের সঙ্গে বাংলাদেশের এই নারী আরচারও ওয়াইল্ড কার্ডের জন্য মনোনীত হয়েছেন।

টোকিও অলিম্পিকে দেশের একমাত্র আরচার রোমান সরাসরি খেলবেন। তার সঙ্গে অলিম্পিকে অংশ নিচ্ছেন দিয়া। প্যারিসে টোকিও অলিম্পিকের কোটা প্লেস অর্জনের লক্ষ্য ছিল রোমান সানাদের। রোমান সানা, কৃষ্ণ সাহা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও আবদুর রহমান আলিফ এবং দিয়া সিদ্দিকী, বিউটি রায়, মেহেনাজ আক্তার মনিরা ও নাসরিন আক্তার অংশ নেন। কিন্তু হতাশ করেছেন তারা। লক্ষ্য পূরণ করতে পারেননি।

  • বিষয় :
  • UK
Link copied!