আকরাম খান ভাবছেন না এই লেগ স্পিনারকে নিয়ে

‘ওয়ানডে, টেস্টে আহামরি বোলার নন রশিদ খান’

স্পোর্টস ডেস্ক

জুন ৩, ২০২৩, ১১:৫১ পিএম

‘ওয়ানডে, টেস্টে  আহামরি বোলার নন রশিদ খান’

ওয়ানডে এবং টি-টোয়েন্টি, দুই ফরম্যাটেই ১০০ উইকেট ক্লাবে দ্রুততম রেকর্ডটি ছিল  তার। ২১ এপ্রিল নেপালের স্বন্দ্বীপ লামিচান রশিদ খানকে টপকে ওডিআই ক্রিকেটে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড করেছেন।

৪৪ ওডিআই  ম্যাচে ১০০ এবং ৫৩ টি-টোয়েন্টি ম্যাচে ১০০ উইকেটে বিস্ময়ের জন্ম দেয়া আফগান লেগ স্পিনার ওডিআই ক্রিকেটে দেড়শ‍‍` উইকেট ক্লাবের সদস্যপদে তৃতীয় দ্রুততম (৮০ ম্যাচে)।

১৯১ আন্তর্জাতিক ম্যাচে ৩২৬ উইকেট শিকারী এই লেগ স্পিনারের টেস্ট রেকর্ডটাও দারুণ। ৫ টেস্টে ৩৪ উইকেট। যার মধ্যে ইনিংসে ৪ বার পেয়েছেন ৫ উইকেটের দেখা। ৪ বছর আগে চট্টগ্রাম টেস্টে সাকিবের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে ২২৪ রানে হারিয়ে দেয়ার নায়কও রশিদ খান। ওই টেস্টে তার ১১ উইকেটই তৈরি করে দিয়েছে ব্যবধান।

সদ্য সমাপ্ত আইপিএলে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি রশিদ খানকে আসন্ন বাংলাদেশ সফরে তিন ফরম্যাটেই সমীহ করতে হচ্ছে। তবে রশিদ খানের আন্তর্জাতিক রেকর্ড পর্যালোচনা না করেই বিসিবি পরিচালক আকরাম খান এই লেগ স্পিনারকে টি-টোয়েন্টিতে ভাল বোলার বললেও ওডিআই,টেস্টে আহামরি বোলার মনে করছেন না- ‘রশিদ খান অবশ্যই ভাল বোলার। সে টি-টোয়েন্টিতে ভালো করে। ওয়ানডে, টেস্টে ওরকম আহামরি পারফরম্যান্স নাই। টি-টোয়েন্টিতে প্রত্যেকটা বল রানের জন্য খেলতে হয়, সুযোগ নিতে হয়। তো আপনি যদি সতর্কতার সঙ্গে খেলেন, অত কষ্ট হবে না।’

Link copied!