সর্বশেষ চারটি ওয়ানডে সিরিজেই শ্রীলংকার বিপক্ষে জয় আছে দক্ষিণ আফ্রিকার। এই ধারাবাহিকতা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে আজ শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করছে প্রোটিয়ারা। তবে আট বছর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেতে চায় শ্রীলংকা। কলম্বোয় বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে।
২০১৩ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিলো শ্রীলংকা। পাঁচ ম্যাচের সিরিজটি ৪-১ ব্যবধানে জিতেছিলো লংকানরা। এরপর চারবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেও জিততে পারেনি লংকানরা।
২০১৪ সালে শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে, ২০১৭ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৫-০ ব্যবধানে, ২০১৮ সালে শ্রীলংকা সফরে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে ও ২০১৯ সালে স্বাগতিক হয়ে পাঁচ ম্যাচের সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে দক্ষিণ আফ্রিকা।