অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেল বাংলাদেশের যুবারা। গতকাল সেন্ট কিটসের বোসেজোতে কানাডাকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই আসরের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়াল তারা। ২২ জানুয়ারি তৃতীয় ম্যাচটি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের সাথে। কোয়ার্টার ফাইনালের আশা এখনো রয়েছে।
টস জিতে কানাডা ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কানাডা ৪৪.৩ ওভারে ১৩৬ রানে অলআউট হয়। দলীয় সর্বোচ্চ ৬৩ রান অনুপ চিমার। বাংলাদেশের রিপন মন্ডল ও মেহরাব সমান ৪টি করে উইকেট পেয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে ঠান্ডা মেজাজে রান তাড়া করে বাংলাদেশ। মাহফিজুল ১২ রানে ফিরে গেলেও ইফতেখার ও প্রান্তিক নাবিল কক্ষপথে রেখেছিলেন দলকে। নাবিল ৩৩ রানে আউট হন। ইফতেখার ফিফটি করে দলের জয়কে সহজ করে দেন।
বাংলাদেশ ৩০.১ ওভারে জয় নিশ্চিত করে (১৪১/২)। ১১৯ বল হাতে রেখে জয়। ইফতেখার ৬১ ও আইচ মোল্লা ২০ রানে অপরাজিত ছিলেন।