অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্ট শেষেই

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ব্রডের

স্পোর্টস ডেস্ক

জুলাই ৩০, ২০২৩, ০৯:৩৫ এএম

ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ব্রডের

লন্ডনের ওভালে অ্যাশেজ সিরিজ পঞ্চম টেস্ট ম্যাচটি চলছে। আর এই টেস্ট শেষেই ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড ক্রিকেট থেকে অবসর নেবেন। শনিবার এই সিদ্ধান্ত জানান তিনি। 

ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৮৯ রান তুলেছে। ৩৭৭ রানের লিড। অস্ট্রেলিয়া আগেই অ্যাশেজ নিশ্চিত করেছে। ব্রড বলেছেন,‘ গত রাতে সাড়ে আটটায় ভাবছিলাম। দু সপ্তাহ ধরেই মাথায় ঘুরছিল। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচটি আমাকে সিদ্ধান্তের কাছে নিয়ে যায়। এই লড়াই আমি ভালবাসি। অ্যাশেজের সাথে আমার ভালবাসা রয়েছে। আর শেষবারের মত আমি অ্যাশেজে বল ও ব্যাট করবো।’

টেস্টে ব্রডের ৬০২ উইকেট। পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে।  বিশাল অর্জন নিয়ে ক্রিকেট কে বিদায় বলছেন এই ডান হাতি পেস বোলার। পেসারদের মধ্যে তার ওপরে আরেক ইংলিশ জেমস অ্যান্ডারসন রয়েছেন ৬৯০ উইকেট নিয়ে। আর বোলারদের মধ্যে শীর্ষে মুত্তিয়া মুরালিধরণ ৮০০ উইকেট নিয়ে।  

Link copied!