পাকিস্তান-অস্ট্রেলিয়ার সিরিজে মাঠের পিচ নিয়ে বিতর্ক

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১১, ২০২২, ০২:২৮ এএম

পাকিস্তান-অস্ট্রেলিয়ার সিরিজে মাঠের পিচ নিয়ে বিতর্ক

প্রতিপক্ষের সঙ্গে কোন ধরণের আলোচনা না করেই মাঠের পিচ তৈরি করার অভিযোগ করা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সম্প্রতি দারুণ ফর্মে থাকা পাকিস্তানী ব্যাটসম্যান ইমামুল হকের ব্যাটিং দেখে রাওয়ালপিন্ডির পিচ নিয়ে প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়া। প্রথম টেস্টে দুই ইনিংসেই ইমামুল হকের সেঞ্চুরির উপর ভর করে রানের পাহাড় গড়ে পাকিস্তান, যাতে অনেকটা বাধ্য হয়েই টেস্ট ড্র করতে হয় পূর্ণশক্তির অস্ট্রেলিয়াকে।

৪ মার্চ থেকে শুরু হয়ে ৮মার্চ পর্যন্ত চলা ৫ দিনের প্রথম টেস্টে পাকিস্তান ব্যাট করতে নামে দুই বার। তবে প্রথম ইনিংসে ৪টি উইকেট ফেলতে পারলেও দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ওপেনিং জুটি ২৫২ রান করার পরও একটি উইকেটও ফেলতে পারেননি অস্ট্রেলিয়ান শিবির। অন্যদিকে অস্ট্রেলিয়া একবারই ব্যাট করতে নেমে ৪৬৯ রানের মধ্যে অলআউট হয় পাকিস্তানী বোলারদের কাছে।

এরপরই রাওয়ালপিন্ডির পিচ নিয়ে প্রশ্ন তোলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক পেট কামিংস। তিনি বলেছেন, এমনভাবে পিচ তৈরি করা হয়েছে যাতে পাকিস্তানের উইকেট নিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে অজি বোলারদের। এ ব্যাপারে ইমামুল অবশ্য বলেছেন, “দুই দলতো একই পিচে খেলছে!”    

 

 

Link copied!