সেপ্টেম্বর ২২, ২০২২, ০৪:১৮ এএম
সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বাঘিনীদের বহন করা ফ্লাইটটি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তাদের অভ্যর্থনা জানান। এসময় বিমানবন্দরে ফুল দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে নারী ফুটবলারদের বরণ করে নেওয়া হয়। তারপর মারিয়ারা ছাদখোলা বাসে উঠে বিমানবন্দর থেকে বাফুফে ভবনের উদ্দেশে যাত্রা করেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। সাফের শিরোপাকে দেশের মানুষকে উৎসর্গ করে সাবিনা বলেন, “আমাদের এত সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের মেয়েদের, বাংলাদেশের ফুটবলকে আপনারা যে এত ভালোবাসেন, সে জন্য আমরা অনেক অনেক গর্বিত। আমাদের জন্য দোয়া করবেন। এ ট্রফি বাংলাদেশের সব মানুষের জন্য।’
গত এক দশকের পরিশ্রমের ফল এ শিরোপা-উল্লেখ করে বাংলাদেশ নারী দলের অধিনায়ক আরও বলেন, “ দক্ষিণ এশিয়ায় আমরা সাফল্য পেয়েছি। এখন আমাদের লক্ষ্য কীভাবে আরও সামনে যাওয়া যায়।”
ফুটবলে নারীদের অগ্রযাত্রায় যারা ভূমিকা রেখেছেন, অবদান রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সাবিনা খাতুন বলেন, “ সবচেয়ে বড় যে প্রাপ্য সেটা আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চেয়ারম্যান কাজী সালাহউদ্দিন স্যারের। উইমেন্স উইংয়ের চেয়ারম্যান কিরণ আপাসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও মন্ত্রী মহোদয়গণ সহযোগিতা করেছেন।”
বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক আরও বলেন, “২০১২ সাল থেকে মেয়েদের ফুটবল ভালোভাবে চলছে এবং গত চার-পাঁচ বছরের যদি সাফল্য দেখেন, মেয়েদের পরিশ্রম দেখেন, সেটারই ফল আমরা পেয়েছি। আমরা আসলে কৃতজ্ঞ সবার প্রতি।”