ছন্দে থাকতে চায় ম্যানসিটি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৬, ২০২১, ১১:০৭ এএম

ছন্দে থাকতে চায় ম্যানসিটি

ইংল্যান্ডে করোনা আক্রান্তের হার প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বড়দিনে সেই সংখ্যাটা আরও বাড়বে বলেই মনে করছে প্রশাসন। ইতিমধ্যেই প্রিমিয়ার লিগের ১৩টি ম্যাচ স্থগিত রাখা হয়েছে। এই অবস্থায় লিগের খেলা চালিয়ে যাওয়া এখন আয়োজকদের সামনে বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে সোমবারই বৈঠকে বসতে চলেছেন লিগের ১৯টি দলের কর্তারা। এই সভায় কোচেদেরও উপস্থিত থাকার কথা। তবে এই ইস্যুতে লিগ আয়োজকদের একহাত নিয়েছেন টটেনহ্যাম হটস্পারের কোচ আন্তোনিও কন্তে। তাঁর মতে, ‘করোনার মোকাবিলার জন্য আগে সচেতন হওয়ার প্রয়োজন ছিল আয়োজকদের। এখন এই বৈঠক অর্থহীন।’

করোনা আতঙ্কের মধ্যেই রবিবার মাঠে নামছে লিগ শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি (১৮ ম্যাচে ৪৪ পয়েন্ট)। ঘরের মাঠ এতিহাদ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ লেস্টার সিটি। লিগে টানা আট ম্যাচে জয় পেয়েছে পেপ গুয়ার্দিওলার দল। রবিবার সেই ছন্দ ধরে রেখে শীর্ষস্থান আরও মজবুত করাই লক্ষ্য সিটিজেনদের। দিনের অপর ম্যাচে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে চেলসি। গত কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্টের ফলে শীর্ষস্থান আগেই হাতছাড়া হয়েছে টমাস টুচেল ব্রিগেডের। খেতাবি লড়াইয়ে টিকে থাকতে রবিবার জয় ছাড়া কিছুই ভাবছেন না জার্মান কোচটি। দলের গত কয়েক ম্যাচের পারফরম্যান্স প্রসঙ্গ টুচেল জানান, ‘দলের বেশ কয়েকজন ফুটবলার করোনায় আক্রান্ত হয়। তা সত্ত্বেও আমাদের খেলা চালিয়ে যেতে হয়। লিগ কমিটির কাছে আবেদন করেও কোনও কাজ হয়নি। তবে পিছনে ফিরে তাকিয়ে লাভ নেই। আপাতত অ্যাস্টন ভিলার বিরুদ্ধে জয়ে ফেরাই একমাত্র লক্ষ্য।’

Link copied!