জাতীয় টেবিল টেনিসে চট্টগ্রামের শ্রেষ্ঠত্ব

স্পোর্টস ডেস্ক

জুলাই ২৯, ২০২৩, ১০:০৫ পিএম

জাতীয় টেবিল টেনিসে চট্টগ্রামের শ্রেষ্ঠত্ব

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে শেষ হলো ৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। নয়টি ইভেন্টের মধ্যে ছয়টিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা। দুইটি ইভেন্টে আনসার ও একটিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম রাইফেলস ক্লাবে গত ২২ জুলাই শুরু হয় জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ।
চট্টগ্রাম চ্যাম্পিয়ন হয়েছে বালক একক, পুরুষ একক, বালিকা একক, মিশ্র দ্বৈত এবং পুরুষ ও নারী দলগত ইভেন্টে। নারী একক ও নারী দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আনসার। আর সেনাবাহিনী চ্যাম্পিয়ন পুরুষ দ্বৈত ইভেন্টে।

জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছেন রামহিম। প্রথম খেলোয়াড় হিসেবে বালক একক ও পুরুষ একক উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এছাড়া পুরুষ দলগত ইভেন্টেও চ্যাম্পিয়ন রামহিম। বালক একক ও পুরুষ একক  দুটি ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন রামহিম। ৪-০ সেটে জয় পেয়েছেন দুই ফাইনালেই। গতকাল বালক এককের ফাইনালে নাফিসকে ৪-০ সেটে হারিয়েছিলেন। আজ পুরুষ এককের ফাইনালে একই ব্যাবধানে হারিয়েছেন ইমনকে। 
এদিকে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন সাদিয়া রহমান মৌ। তিনি ৪-৩ সেটে হারিয়েছেন সোনাম সুলতানা সোমাকে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই জনের মাঝে। দারুন জমে উঠেছিল এই ম্যাচ। শেষ পর্যন্ত বিজয়ের হাসি হাসেন মৌ।

মিশ্র দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছে হৃদয় ও খৈ খৈ জুটি। তারা ৩-১ সেটে হারিয়েছেন রামহিম ও ঐশ্বী জুটিকে। হৃদয় ও খৈ খৈ প্রথম সেট হারলেও পরের তিন সেট টানা জিতে শিরোপা নিশ্চিত করেন।
পুরুষ দ্বৈতের ফাইনালে হৃদয় ও সজীব জুটিকে ৩-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন হাসিব ও হাশেম হাসিব জুটি। তারা প্রথম দুই সেট জিতে নিলেও তৃতীয় সেটে ঘুরে দাঁড়িয়েছিলেন হৃদয় ও সজীব। কিন্তু চতুর্থ সেটে কোনো সুযোগ না দিয়ে শেষ হাসি হাসেন হাসিব ও হাশেম হাসিব। গত ২২ জুলাই শুরু জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ শেষ হয়েছে আজ।


প্রতিযোগিতা শেষে হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন।‌ সভাপতিত্ব করেন টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দিন। সমাপনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন টেবিল টেনিস ফেডারেশনের সহ সভাপতি খোন্দকার হাসান মুনীর।‌ ৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে পৃষ্ঠপোষকতা করেছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, ইউসিবি ব্যাংক ও পোলার আইসক্রিম।

Link copied!