জিদানের অসম্মানে বিস্ফোরক হয়ে উঠলেন এমবাপ্পে!

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৯, ২০২৩, ১০:১১ পিএম

জিদানের অসম্মানে বিস্ফোরক হয়ে উঠলেন এমবাপ্পে!

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের প্রতি কিলিয়ান এমবাপ্পের শ্রদ্ধা ও ভালবাসার কথা সকলেরই জানা। তাই এবার জিদানকে অপমানিত হতে দেখে দেশের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েতকে এক হাত নিলেন এমবাপ্পে। কাতার বিশ্বকাপে দারুণ খেললেও ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে যায় ফ্রান্স। এরপর জল্পনা শুরু হয় ফ্রান্সে কোচ দেশম’র ভবিষ্যত নিয়ে। গুঞ্জন রটে যায় কোচের দায়িত্বে আসতে পারেন জিদান।

ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রায়েত। ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পর অনেক দিন ধরেই কোচিং থেকে দূরে ছিলেন ফরাসি কিংবদন্তি জিদান। গুঞ্জন ছিল ১৯৯৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্সের জাতীয় দলের কোচ হতে পারেন। কিন্তু সম্প্রতি পুরনো কোচ দিদিয়ের দেশমকেই নতুন করে ফরাসি ফুটবল ফেডারেশন দায়িত্ব দিয়েছে। বিষয়টি ওখানেই থেমে যেতে পারতো। তবে জিদানকে অসম্মান করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ফ্রান্সের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট।

কেন বিতর্ক?

জিদানের ফ্রান্স জাতীয় দলে দায়িত্ব নেওয়ার জল্পনা শুরু হয় বেশ কয়েকদিন ধরেই। এবিষয়ে ফরাসি রেডিও আরএমসিকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, ‘আমি ভালো করেই জানি জিদান কোচিংয়ের আলোচনায় সব সময় ছিল। তার অনেক সমর্থক। অনেকে আবার দেশমের চলে যাওয়ার অপেক্ষায়। কিন্তু দেশমের কেউ নিন্দা করতে পারবে? কেউ না।’

এর পরেই তাকে প্রশ্ন করা হয়েছিল যেহেতু দেশমকে ফ্রান্সের কোচ হিসেবে রাখা হয়েছে। ফলে জিদান এখন ব্রাজিলের দায়িত্ব সামলাতে পারেন কিনা। জবাবে বিন্দুমাত্র সম্মান দেখিয়ে কথা বলেননি গ্রায়েত। বলেন, ‘আমার তাতে কিছু যায় আসে না। সে যেখানে খুশি যাক। এটা আমার ব্যাপার না। আমি তার সঙ্গে কখনো দেখা করিনি। আর দেশমকে আমরা ছেড়ে দেওয়ার চিন্তাও করিনি। জিদান যদি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে আমি তার ফোন ধরবো না।’ 

পাশাপাশি এও বলেন, 'আমার সঙ্গে জিদানের পরিচয় নেই। আর তাছাড়া দেশমই এখনও আমাদের কোচ। ওঁকে ছাঁটাই করার কথা ভাবছিই না।’

কী বললেন এমবাপ্পে?

ফরাসি ফুটবল প্রধানের ওই মন্তব্য প্রচার হতেই সমালোচনার ঝড় বইতে থাকে সোশ্যাল মিডিয়ায়। একজন কিংবদন্তির প্রতি ন্যূনতম সম্মান না দেখানোয় ভীষণ চটেন ২০১৮ বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পেও। ফরাসি ফুটবলের প্রধান কর্তার এই মন্তব্যের জবাব দেন এমবাপ্পে।

ট্যুইট করে তিনি লেখেন,  'জিদান ফ্রান্সের কিংবদন্তি। আমরা তাঁকে যথেষ্ট সম্মান করি।' যদিও কোথাও ফরাসি ফুটবল প্রেসিডেন্টের নাম নেননি পিএসজি স্ট্রাইকার। তবে তাঁর নিশানা যে কোনদিকে তা বুঝতে সমস্যা হওয়ার কথা নয়।

প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জিনেদিন জিদান। অন্যদিকে, তাঁকে পিএসজি-তে কোচ হিসেবে চেয়েছেন এমবাপে। তবে জিদানের কাছে পিএসজি-র থেকেও কোনও প্রস্তাব আসেনি। শোনা যাচ্ছে, পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিল দলের কোচ হতে পারেন জিদান। এর আগে, কোনও জাতীয় দলে কোচিং করানোর অভিজ্ঞতা না থাকলেও ২০২০-২১ মরশুমে রিয়াল মাদ্রিদের কোচ হয়েছিলেন জিদান।

তবে ফ্রান্সের বর্তমান কোচ দেশমের কৃতিত্বও ফেলে দেওয়ার মতো নয়।  কাতার বিশ্বকাপে একাধিক তারকা ফুটবলারকে বাইরে রেখেও দারুণ ফুটবল খেলে তার শিষ্যরা পৌঁছে যায় ফাইনালে। আর্জেন্টিনার বিরুদ্ধে টাইব্রেকারে হারতে হয় ফরাসিদের। এই হারে  স্বাভাবিক ভাবেই  দেশমের কোচ থাকা নিয়ে প্রশ্ন ওঠে। তবে গত দুই বিশ্বকাপে ফাইনালে ওঠা এবং একবার চ্যাম্পিয়নও হওয়ায়  দেশমকেই কোচ রাখতে চান ফরাসি ফুটবল ফেডারেশনের প্রধান নোয়েল লে গ্রায়েত। 

Link copied!