জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ২১৬

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০২:৫৬ পিএম

জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ২১৬

 

টস জিতে আগে ব্যাটিং করে ২১৫ রানে আলআউট আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ২১৬ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। মাঝে প্রতিরোধ গড়েছিলেন নাজিবুল্লাহ জাদরান-মোহাম্মদ নবী। দুজনে পঞ্চম উইকেটের জুটিতে সর্বোচ্চ ৬৩ রান যোগ করেন। নবী ফিরলেও নাজিবুল্লাহ ছিলেন অবিচল। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৭ রান। 

এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও নাজিবুল্লাহ জাদরান ছিলেন অবিচল। দারুণ ব্যাটিংয়ে মনোযোগ দিয়েছিলেন ইনিংস গড়ায়। ৭০ বলে দেখা পেয়েছিলেন হাফসেঞ্চুরির। ৪৯তম ওভারে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন লং অনে। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৬৭ রান। ৮৪ বলে ৪ চার ও ২ ছয়ে এই রান করেন তিনি।

৩৪ রান করেন রহমত শাহ। এ ছাড়া ত্রিশের ঘর পেরোতে পারেননি কোনো ব্যাটসম্যান। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোস্তাফিজুর রহমান। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও সাকিব আল হাসান। ১টি উইকেট নেন মাহমুদউল্লাহ।

Link copied!