জয়ের বদলে ওপেন করবেন যে ক্রিকেটার

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৫, ২০২২, ০৫:৪০ এএম

জয়ের বদলে ওপেন করবেন যে ক্রিকেটার

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান বে ওভাল টেস্টের প্রথম ইনিংসে ৭৮ রানের এক দারুণ ইনিংস খেলেছিলেন মাহমুদুল হাসান জয়। কিন্তু হাতের ইনজুরিতে এই সফরে আর ব্যাট হাতে নামা হবে না তার।

মঙ্গলবার (৪ জানুয়ারি) ফিল্ডিং করার সময় আঙুলে চোট পেয়েছেন জয়। ডাক্তারের পরামর্শে ৭ থেকে ১০ দিন বিশ্রামে থাকতে হবে তাকে।

জয়ের হাতে ৩টি সেলাই দেওয়া হয়েছে। জয় মঙ্গলবার ফিল্ডিং করার সময় ডান হাতে তৃতীয় ও চতুর্থ আঙুলের মাঝখানে চোট পান। সেখানে ৩টা সেলাই পড়েছে। ফলে তাকে ৭ থেকে ১০ দিন পর্যবেক্ষণে থাকতে হবে।

মানে দাঁড়াচ্ছে, বুধবার (৫ ডিসেম্বর) ম্যাচের শেষ দিনে দ্বিতীয় ইনিংসেও জয়কে পাচ্ছে না বাংলাদেশ। এছাড়া স্বাগতিকদের বিপক্ষে আগামী ৯ জানুয়ারি (রোববার) থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে খেলা হবে না এই তরুণ ব্যাটারের। তাই তার পরিবর্তে সাদমান ইসলামের সঙ্গে ওপেন করবেন নাঈম শেখ।

টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য নাঈম শেখ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন এই তরুণতুর্কি। এছাড়া এরই মধ্যে দুটি ওয়ানডে খেলার অভিজ্ঞতাও আছে তার। এবার টেস্ট অভিষেকের অপেক্ষায় এই ব্যাটার।

এবাদতের দুই ওভারের ঝলকে চতুর্থ দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। ক্যাচ মিস এবং বাজে রিভিউ নেওয়ার ফলে একসময় যখন ভাবা হচ্ছিল ম্যাচটা হাত থেকে ফসকে যাচ্ছে, তখনই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এবাদত হোসেন। চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান, বাংলাদেশ থেকে এগিয়ে আছে ১৭ রানে। পঞ্চম দিনে জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা।

Link copied!