মাসকটে টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ বাংলাদেশের বিশেষ দিন। বাঁচা মরার লড়াই। আর জিতলে কোয়ালিফাই নিশ্চিত হবে। হেরে বিদায় ঘটে যাবে। এমন ম্যাচে পাপুয়া গিনিকে ফিল্ডিংয়ে পাঠালেন বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদ। কারণ তিনি টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
বাংলাদেশ দলে কোনো পরিবর্তন নেই। ওমানের ম্যাচে যে একাদশ ছিল সেই একাদশই খেলবে আজ। নাইম ও লিটন রয়েছেন ওপেনিংয়ে। আর নাসুম আহমেদ এই ম্যাচেও সুযোগ পাননি।
বাংলাদেশ বাছাই পর্বের প্রথম ম্যাচটি স্কটল্যান্ডের কাছে হেরেছিল। পরের ম্যাচে ওমানের বিপক্ষে তাদের জয় ছিল। আজ জিতলে বিশ্বকাপের মূল পর্বে রয়েছে ৫টি ম্যাচ। মূল পর্ব হবে ১২টি দল নিয়ে। সেটাকে সুপার টুয়েলভ বলা হচ্ছে।
বাংলাদেশ দল : নাইম, লিটন, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, আফিফ, নুরুল হাসান, মাহেদী, সাইফউদ্দিন, তাসকিন, মোস্তাফিজ।
পাপুয়া নিউগিনি : সিয়াকা, আসাদ, আমিনি , বাউ, আতাই, হিরি, মরম্যান, কিপলিং, সপার, ডেমিয়েন, কাবুয়া।