জুলাই ১৬, ২০২৩, ০৭:৪৪ পিএম
বাংলাদেশকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফিফা আন্তর্জাতিক নারী ফুটবল সিরিজ জিতে নিলো নেপাল। কমলাপুড়ে নির্ধারিত সময়ে খেলা ফলশূন্য ছিল। আর টাইব্রেকারে গিয়ে হেরে গেল বাংলাদেশের নারী ফুটবলাররা। সাবিনা খাতুনদের হেরে যেতে হয়েছে।
২ ম্যাচের সিরিজ। প্রথমটি ১-১ গোলে ড্র ছিল। আর পরের ম্যাচে হেরে যেতে হয়েছে। টাইব্রেকারে পাঁচ শটের মধ্যে নেপাল চারটি গোল করে, বাংলাদেশ মাত্র দু`টি। সফরকারী দলটির সিরিজ জয়ের নায়ক গোলকিপার রানা মাগার। তিনি ম্যাচের অন্তিম সময়ে মাঠে নেমেছিলেন। টাইব্রেকারে নেপাল প্রথম শট নেয়। সাবিত্রা ভান্ডারি প্রথম শটেই গোল করেন। বাংলাদেশের গোলকিপার রুপনা চাকমা ঝাপিয়েও পড়েও ধরতে পারেননি। বাংলাদেশের শামসুন্নাহারের শটও গোল হয়। গোলকিপার রানা মাগার বলের দিকে ঝাঁপিয়েও ধরতে পারেননি। নেপালের হীরা কুমারী গোল করেন। শিউলি আজিমের শট রানা মাগার রুখে দেন। পরে সফরকারী দলের গোলকিপার রানা মাগার নিজেই শট নেন। সাইড পোস্টে লেগে বল বাইরে চলে যায়। মারিয়া মান্দার শট রানা মাগার ফিরিয়ে দেন। নেপালের দীপা ও বাংলাদেশের মনিকা গোল করেন।
নেপাল পঞ্চম শটে আনীতা গোল করলে বাংলাদেশ ৪-২ গোলে সিরিজে হেরে যায়।