একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাতকার দেওয়ার সময় মুশফিক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন। এজন্য তাকে বিসিবিতে ডাকা হয়। শুনানিতে মুশফিককে সতর্ক করা হয়। মুশফিক এই বিসিবির সাথে কথাবার্তা শেষে চিটাগংয়ে চলে যান। সেখানে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট ম্যাচটি রয়েছে ২৬ নভেম্বর।
টি-টোয়েন্টি সিরিজে মুশফিককে বিশ্রাম দিয়েছে বলে দাবি করে নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মুশফিক এটাকে বাদ হিসেবে ধরে অসন্তোষ প্রকাশ করেন। এটা বোর্ডের কানে যায়। আর মুশফিককে তলব করা হয়।
মুশফিক যেহেতু টি-টোয়েন্টি সিরিজে নেই। সেজন্য তিনি টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে চিটাগংয়ে গিয়েছেন। ২ টেস্টের সিরিজ। পরেরটি মিরপুরে রয়েছে ৪ ডিসেম্বর।