এশিয়া কাপে রাসেল ডোমিঙ্গো নয় বাংলাদেশের প্রধান কোচ হবেন ব্যাটিং কোচ জেমি সিডন্স, শুরুতে শোনা যায় এমন কিছু। তবে এবার ব্যাপারটি পরিষ্কার হয়ে গেল। টি-টোয়েন্টিতে নতুন কোচ হতে যাচ্ছেন ভারতের সাবেক ক্রিকেটার শ্রীধরন শ্রীরামই। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালকরা।
গতকাল বৃহস্পতিবার হঠাৎ মিরপুর মাঠে আসেন বিসিপি প্রধান নাজমুল হোসেন পাপন। সেখানে সাকিব-মুশফিকদের প্রাকটিস দেখার পর গণমাধ্যমে কথা বলেন বিসিবি বস। সেখানেই মিলেছে নতুন আভাস। কোচ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘এ ব্যাপারে আগামী দু–এক দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
রাসেল ডমিঙ্গোর কানে খবরটা গেছে কিনা জানা নেই। শুনে না থাকলে আজ ঢাকায় পৌঁছেই জেনে যাবেন। টি২০ এশিয়া কাপে কোচ থাকছেন না তিনি। তাঁর জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে। বিসিবির সঙ্গে শ্রীরামের চুক্তি হয়ে গেছে। দু-এক দিনের মধ্যেই কাজে যোগ দেবেন তিনি।