অ্যান্টিগায় প্রেসিডেন্টস একাদশের বিপক্ষে অগ্নিপরীক্ষায় পড়তে হয় বাংলাদেশের। তিন দিনের প্রস্তুতি ম্যাচটি নিশ্চিত ড্রয়ের পথে ছিল। অবশেষে তাই হয়েছে। রবিবার তৃতীয় দিন ছিল। ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৬৯ রান তুলে ফেলে ইনিংস ঘোষণা করে। এবাদত ও মোস্তাফিজুর রহমান ৩টি করে উইকেট নেন।
বাংলাদেশ ৭ উইকেটে ৩১০ রানে প্রথম ইনিংস ঘোষণা দিয়েছিল। আগামী ১৬ জুন এই অ্যান্টিগায় ২ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে। সাকিব আল হাসান যোগ দিয়েছেন বাংলাদেশ দলের সঙ্গে। প্রথম টেস্টে তার নেতৃত্বে খেলতে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। আর ভাল কিছুর প্রত্যাশা রয়েছে সেখানে।
প্রেসিডেন্ট একাদশ থেকে ৪৯ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ দলের হয়ে দ্বিতীয় ইনিংস উদ্বোধন করেছেন মাহমুদুল হাসান ও মুমিনুল হক। আজ সুযোগ ছিল । কিন্তু ১৬ বল খেলে ৪ রান করা মুমিনুল রান আউট হওয়ার সেটি হয়নি।
তবে ক্রিজে সময় কাটিয়েছেন আরেক ওপেনার মাহমুদুল। ৫৩ বল খেলে তিনি ৯ রানে অপরাজিত ছিলেন।
৫১ বল খেলে ৩২ রান করে মিরাজও অপরাজিত থেকে মাঠ ছাড়েন। মাহমুদুল ও মিরাজের সৌজন্যে বাংলাদেশ ২০ ওভারে ১ উইকেটে হারিয়ে ৪৭ রান করেছে। বাংলাদেশ ক্যারিবিয়দের প্রথম ইনিংসের রান থেকে ২ রানে পিছিয়ে থাকা অবস্থায় দুই দল ড্র মেনে নিয়েছে।