তিন পরিবর্তন নিয়ে শেষ ম্যাচেও ব্যাটিংয়ে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২২, ২০২১, ০১:৪৯ পিএম

তিন পরিবর্তন নিয়ে শেষ ম্যাচেও ব্যাটিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগের দুই ম্যাচের ব্যর্থতা নিয়ে শেষ ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজ খোয়ানোর পর বাংলাদেশের চ্যালেঞ্জ এখন হোয়াইটওয়াশের লজ্জা এড়ানো। এই ম্যাচেও টস ভাগ্য বাংলাদেশের পক্ষে এসেছে।

সোমবার (২২ নভেম্বর) সান্ত্বনার জয়ের খোঁজে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ম্যাচটি মিরপুর স্টেডিয়ামে বেলা ২টায় শুরু হবে।  

বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। চোটের কারণেই নেই দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন সাইফ হাসান। একাদশে এসেছেন নাসুম আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারী। অভিষেক হচ্ছে ডানহাতি পেসার শহিদুল ইসলামের। পাকিস্তান চারটি পরিবর্তন এনেছে। 

বাংলাদেশ একাদশ: নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান হোসান (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলী, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, হারিস রউফ ও শাহনাজ দাহানি।

Link copied!