তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলের শক্তিশালী ভূমিকম্পে দেশটির দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের দল ইয়েনি মেলাতেস্পোরের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাস্লানের মৃত্যু হয়েছে। মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে তাঁর ক্লাব ইয়েনি মেলাতেস্পোর। যদিও সোমবার দেশটির বেশকিছু সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হলে ক্লাবের পক্ষ থেকে বিরোধিতা করা হয়েছিল।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ক্লাবটি টুইটারে লিখেছে, 'আমাদের গোলরক্ষক আহমেত ইয়ুপ তুরকাস্লান ভূমিকম্পে ধ্বংস্তূপের নিচে চাপা পড়ে তার প্রাণ হারিয়েছেন। শান্তিতে ঘুমান। আমরা আপনাকে ভুলব না, হে প্রিয় ব্যক্তিত্ব।'
ইয়েনি মেলাতেস্পোর ক্লাবের দ্বিতীয় পছন্দের গোলরক্ষক ছিলেন ২৮ বছর বয়সী তুরকাস্লান। ২০২১ সালে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ছয়বার মাঠে নেমেছেন তিনি।
তুরস্কের দ্বিতীয় বিভাগের দল সেকুর রিজেস্পোরে খেলা ক্রিস্টাল প্যালেস ও এভারটনের সাবেক খেলোয়াড় ইয়ানিক বোলাসিয়ে টুইট করেছেন, 'শান্তিতে থাকুন আমার ভাই। এক মুহূর্তের জন্য আপনি ডাগআউটে কাউকে দেখলেন, পরের মুহূর্তে সে চলে গেল!'
বোলাসিয়ে যোগ করেন, 'তার পরিবার ও ইয়েনি মেলাতেস্পোরে তার সতীর্থদের আমি সমবেদনা জানাই। আমরা একে অন্যকে শুনব এবং একে অন্যকে সহযোগিতা করে যাব।'
ভূমিকম্প আঘাত হানার পর এখন পর্যন্ত ৮ হাজারেরও অধিক প্রাণহানি হয়েছে। বেড়েই চলেছে মৃতের সংখ্যা।